ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

জমি নিয়ে বিরোধঃঘর তুলতে বাঁধা ভাইদের


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১:২

মাদারীপুর জেলার শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে অন্য চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। বাড়ির বাইরে নিজের দাবিকৃত প্রায় সাড়ে তিন শতাংশ জমিতে ঘর তুলতে গেলেও বাঁধা দেন চাচাতো ভাই ও ভাতিজারা। এখন অন্যের ঘরে পরিবার নিয়ে অসহায় জীবন-যাপন করছেন ভুক্তভোগী সাইদ শিকদার।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার মৃত রবিউল শিকদারের ছেলে সাইদ শিকদারের সাথে মৃত খালেক শিকদারের ছেলে মিজান শিকদার ও তার ভাইদের বসত বাড়ির জমি নিয়ে বিরোধ তৈরি হয়। চাচাতো ভাই মিজান শিকদারের দাবি তার চাচা রবিউল শিকদার মারা যাওয়ার আগে (প্রায় ১৫/২০ বছর) বাড়ির জমি আপন ভাই খালেক শিকদারের(বর্তমানে মৃত) নিকট বিক্রি করে দেন। এই ঘটনার জের ধরে ২০১৯ সালের দিকে সাইদ শিকদারের বসতঘর সরিয়ে নিতে বলে মিজান শিকদার। মিজান শিকদার পাকা ভবণ তুলেন ওই জমিতে। ওই সময় বিচার-সালিশ করেও বাড়িতে স্থান পাননি সাইদ। এরপর বাড়ির বাইরে প্রায় সাড়ে তিন শতাংশ জমিতে বাঁশ-কাঠ দিয়ে ঘর তুলে বসবাস শুরু করেন সাইদ। ওই স্থানে ইট দিয়ে ঘর তুলতে সম্প্রতি ইট কিনে আনলে বাঁশ-কাঠের ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয় চাচাতো ভাইয়েরা। ঘর তুললে মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। 

জানা গেছে, বাড়ি থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিতে গত ২৪ ফেব্রুয়ারি বসত ঘরটি ভেঙে দেয়া হয়। এর পর থেকে অন্যের ঘরে বসবাস করছেন অসহায় পরিবারটি। গত ২৪ ফেব্রুয়ারি ঘর ভেঙে দেবার পর অভিযুক্তরা নিজেরাই আদালতে মামলা করেন। তবে আদালতে মামলার রায় আসে সাইদ শিকদারের পক্ষে। এরপর ভেঙে দেয়া স্থানে ঘর তুলতে গেলে আবারও বাঁধা দেয় প্রতিপক্ষের লোকজন। ফলে এখনো ঘর তুলতে পারছেন না ভুক্তভোগী সাইদ শিকদার।

পরে গত বৃহস্পতিবার(১৭ এপ্রিল) শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করলে পর দিন শুক্রবার শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী সাইদ শিকদার বলেন,'করোনার সময়ে আমার চাচাতো ভাই ও ভাতিজারা জমির বিরোধের জের ধরে আমাকে পিটিয়ে পা ভেঙে দেন। এছাড়াও আমি 'ওপেন হার্ট সার্জারির' রোগী। আমি প্রায় সাড়ে তিন শতাংশ জমি পাই। সেখানে আমাকে ঘর তুলতে দিচ্ছে না। আমি দূর্বল, দরিদ্র। আমার পক্ষে কেউ নাই। আমার ভাতিজারা আমাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। আমি ঘর তুলতে না পেরে অন্যের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেছি। আমাকে তারা বাড়ি থেকে সম্পূর্ণ ভাবে বের করে দিয়ে এই জমি পুরোটাই দখলে নেবার পাঁয়তারা করছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, 'সাইদ শিকদারের বাবা মিজান শিকদারের বাবার কাছে অনেক জমিই বিক্রি করে দিয়েছেন। তার জের ধরেই হয়তো উচ্ছেদ করেছে।  তবে আর যাই হোক, পরিমাণে কম হলেও সাইদ শিকদার কিছু অংশ জমি পাবেন এখানে। তাকে একেবারে উচ্ছেদ করা ঠিক হয়নি।'

অভিযুক্ত মিজান শিকদার বলেন,'এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলতেছে। আমার চাচা(সাইদের বাবা) জমি আমার বাবার কাছে বিক্রি করে গেছে। দলিলসহ সব কাগজপত্র আমাদের নামে। এখন বাড়ির বাইরের যে জমিটুকু, তাও আমাদের ক্রয় করা। আমরা সাইদকে ৬ লাখ টাকা দিতে চেয়েছি। অন্য জায়গায় জমি কিনে দিতেও চেয়েছি, কিন্তু সে রাজি হয় নি। সাইদের কোন জমি বাড়িতে নাই।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রতন শেখ বলেন,'জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে তাদের মামলা রয়েছে। তবে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির খোঁজ খবর নিচ্ছি আমরা।"

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু