ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

দু’যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-৪-২০২৫ বিকাল ৫:১৬

প্রায় দু’যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, খুনি ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিতো। শিক্ষাপ্রতিষ্ঠানে নারকীয় তান্ডব ও নজিরবিহীন নির্যাতন করেছে।              
তিনি বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিজেদের মতামত সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে জুলুম নির্যাতন করতো। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ধর্ষণসহ নানাভাবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকে কলুষিত করেছিল। শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক রাজনীতি ফিরিয়ে আনতেই সারা  দেশের প্রতিষ্ঠানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে নেতৃত্ব বাচাই করে যাচ্ছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এসব কথা বলেন।
নাসির উদ্দিন নাসির বলেন, আজকে আপনারা দেখছেন কীভাবে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভাট দিচ্ছে শিক্ষার্থীরা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব নির্বাচনে অন্য কোনো ছাত্রসংগঠন এমনটা করে কিনা েেদশের মানুষ কখনো দেখেনি। সাধারণ ছাত্রদের মতামতের ভিত্ততে ছাত্রদল পরিচালিত হচ্ছে। ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করছে। 
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে ইতিবাচক ছাত্র রাজনীতি পরিচালিত হয়ে আসছে। আমরাও ইতিবাচক রাজনীতি শুরু করে যাচ্ছি। খুনি ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিতো। শিক্ষাপ্রতিষ্ঠানে নারকীয় তান্ডব ও নজিরবিহীন নির্যাতন করেছে। আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। সারা দেশে ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কাঠামো গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে সারা দেশে আড়াই হাজার সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, মাদরাসা শিক্ষার্থীদের খুনি হাসিনা অনেক দূরে  রেখেছিল। বৈষম্য তৈরি করেছিল। তাদের প্রতি বৈষম্য তৈরি করা হয়েছিল। সামাজিকভাবে তাদেও হেয়প্রতিপন্ন করে রাখা হতো। বর্তমানে প্রতিটি মাদরাসায় আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন,  দেশে তিনটি নির্বাচন স্বচ্ছ হয়নি। এখন নির্বাচন থেকে মানুষের ভুল ধারণা দূর করতে আমাদের এই আয়োজন। এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা শুরু হবে। সাড়ে ১৫ বছর ধরে নারীদের পিছিয়ে রাখার প্রবণতা ছিল। 
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। 
প্রায় দুই যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। 
সভাপতি পদে রাকিবুল ইসলাম রাকিব, সানোয়ার হোসেন, শরিফুল ইসলাম, ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান শ্রাবণ, ওলি হোসেন, মিজানুর রহমান মিঠু, সাকিব হাসান, বায়োজিদ ইসলাম রিমন, ইমরুল কায়েস কাব্য, সাইফুল ইসলাম সাইফ, মোহাইমিনুর রহমান সাজিদ, সাইফ হাসান শিশির প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / এমএসএম

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক