ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দু’যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-৪-২০২৫ বিকাল ৫:১৬

প্রায় দু’যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, খুনি ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিতো। শিক্ষাপ্রতিষ্ঠানে নারকীয় তান্ডব ও নজিরবিহীন নির্যাতন করেছে।              
তিনি বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিজেদের মতামত সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে জুলুম নির্যাতন করতো। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ধর্ষণসহ নানাভাবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকে কলুষিত করেছিল। শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক রাজনীতি ফিরিয়ে আনতেই সারা  দেশের প্রতিষ্ঠানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে নেতৃত্ব বাচাই করে যাচ্ছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এসব কথা বলেন।
নাসির উদ্দিন নাসির বলেন, আজকে আপনারা দেখছেন কীভাবে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভাট দিচ্ছে শিক্ষার্থীরা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব নির্বাচনে অন্য কোনো ছাত্রসংগঠন এমনটা করে কিনা েেদশের মানুষ কখনো দেখেনি। সাধারণ ছাত্রদের মতামতের ভিত্ততে ছাত্রদল পরিচালিত হচ্ছে। ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করছে। 
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে ইতিবাচক ছাত্র রাজনীতি পরিচালিত হয়ে আসছে। আমরাও ইতিবাচক রাজনীতি শুরু করে যাচ্ছি। খুনি ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিতো। শিক্ষাপ্রতিষ্ঠানে নারকীয় তান্ডব ও নজিরবিহীন নির্যাতন করেছে। আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। সারা দেশে ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কাঠামো গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে সারা দেশে আড়াই হাজার সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, মাদরাসা শিক্ষার্থীদের খুনি হাসিনা অনেক দূরে  রেখেছিল। বৈষম্য তৈরি করেছিল। তাদের প্রতি বৈষম্য তৈরি করা হয়েছিল। সামাজিকভাবে তাদেও হেয়প্রতিপন্ন করে রাখা হতো। বর্তমানে প্রতিটি মাদরাসায় আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন,  দেশে তিনটি নির্বাচন স্বচ্ছ হয়নি। এখন নির্বাচন থেকে মানুষের ভুল ধারণা দূর করতে আমাদের এই আয়োজন। এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা শুরু হবে। সাড়ে ১৫ বছর ধরে নারীদের পিছিয়ে রাখার প্রবণতা ছিল। 
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। 
প্রায় দুই যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। 
সভাপতি পদে রাকিবুল ইসলাম রাকিব, সানোয়ার হোসেন, শরিফুল ইসলাম, ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান শ্রাবণ, ওলি হোসেন, মিজানুর রহমান মিঠু, সাকিব হাসান, বায়োজিদ ইসলাম রিমন, ইমরুল কায়েস কাব্য, সাইফুল ইসলাম সাইফ, মোহাইমিনুর রহমান সাজিদ, সাইফ হাসান শিশির প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ