ত্রিশালে জমে উঠেছে মানুষ কেনা-বেচার হাট

ময়মনসিংহের ত্রিশালে সূর্য পূর্ব আকাশে উদয় হওয়ার সঙ্গে-সঙ্গেই ত্রিশাল উপজেলা সাবরেজিস্টার অফিসের সামনে বিকাল ৪টা থেকে রাত ১০ টা পযন্ত চোখে পড়ে
শত-শত মানুষের জটলা। আবার কাক ডাকা ভোর হবার আগ থেকেই অভাবি লোকজন ছুটে এসেছে হাটে।
তাদের চোখে-মুখে অসহায়তার ছাপ। হাটে এক শ্রেণির মানুষ এসেছে ‘বিক্রি’ হতে আরেক শ্রেণির মানুষ এসেছে কিনতে। চলতে থাকে দর-দাম, ওঠা-নামা করে নিত্যদিনে পণ্যের মতোই। চলছে মানুষ বেচাকেনা ধুম। স্থানীয় ভাষায় তাদেরকে কেউ বলেন কামলা আর ভদ্র ভাষায় অনেকে ডাকেন কৃষি শ্রমিক বলে।
এখন উপজেলার ১২টি ইউনিয়ন জুড়ে চলছে বোরো ধান কাটার মৌসুম, এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষি শ্রমিকরা ত্রিশাল উপজেলার সাবরেজিস্টার অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে এ হাটে বসে।
স্থানীয় শুটকি ব্যবসায়ী চানু মন্ডল বলেন, কৃষি শ্রমিকের এ হাট বসে বহু বছর ধরে। ত্রিশালে সরজমিনে শ্রমিকের হাট ঘুরে দেখা যায়, জামালপুর, শেরপুর, হালুয়াঘাট, নান্দাইল, নেত্রকোনা জেলার , মদন, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলার অভাবী লোকজন এসেছেন এখানে কাজের সন্ধানে।
বুরো মৌসুমে ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নে কৃষি শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি। সকাল সাড়ে পাঁচটা থেকে ৮টা পর্যন্ত চলে এ শ্রমিকের হাট। কেউ ‘বিক্রি’ হয় একদিন, কেউ পাচঁ দিন, কেউ সাত দিন, কেউ আবার দশ দিনের জন্য ‘বিক্রি’ হন। দূর থেকে যারা এ হাটে আসেন তারা বেশি দিনের জন্য, স্থানীয় শ্রমিকরা প্রতিদিনের জন্য ‘বিক্রি’ হচ্ছেন। এখন বোরো ধান কাটা শুরু হওয়ায় শ্রমিকের হাট ও জমে উঠেছে। বর্তমানে ৭৫০ থেকে ৮৫০ টাকায় প্রতিদিন হিসেবে শ্রম বিক্রি হচ্ছে।
কৃষি শ্রমিকের হাটে কথা হয় নেত্রকোনা জেলার মদন থেকে আসা রবিউল(৩০) রকিব(৩২) কালাম(৫৬)বলেন, আমাদের এলাকায় এখন কাজ নেই। কেউ ৮ সদস্য, কেউ ৫ সদস্য, কেউ ৭ সদস্য পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতি বছরই এ সময়ে তারা এ অঞ্চলে আসে ধান কাটার জন্য। এ সময় শ্রমিকের দামও অনেক বেশি থাকে। এক মাস কাজ করলে ১৪ থেকে ১৫ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরতে পারি।
জামালপুর থেকে আসা রতন(২৪)বলেন, এ উপজেলার মানুষ গুলো অনেক ভালো। উনারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেন। কাজ শেষ হওয়া মাত্রই পারিশ্রমিক দিয়ে দেন।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, দূর-দূরান্ত থেকে আসা কৃষি শ্রমিকরা সারাদিন কাজ করে রাতে টাকা নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুমান। তাদের নিরাপত্তা নিশ্চিতে ততপর রয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
