ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রকৃতি থেকে বিলীনের পথে প্রানীজ বিদ্যুৎ খ্যাত জোনাকি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:৩০

ক্লান্ত বিকেল শেষে গ্রামীন জনপদে আঁধার নেমে আসলেই ঘুটঘুটে অন্ধকারে পুকুর, বিল ও ডোবার পাড়ের ঝোপঝাড়, জঙ্গল আর গাছগাছালির ফাঁকে তারার মতো মিটমিটে আলো জ্বালিয়ে রাতের নিরবতাকে মোহনীয় করে তুলতো প্রানীজ বিদ্যুৎ নামে খ্যাত ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা। অথচ কালের বিবর্তনে সারা দেশের মতো বারহাট্টার প্রকৃতি থেকেও বিলুপ্তির পথে আজ জোনাকি পোকা।

'স্বপ্ন আমার জোনাকি- দীপ্ত প্রাণের মণিকা, স্তব্ধ আঁধার নিশীথে, উড়িছে আলোর কণিকা।' কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের "স্বপ আমার জোনাকি" এই কবিতা যারা শুনেছেন, তাদের কাছে জোনাকি এক আবেগের নাম। শহুরে জীবনে এদের দেখা একটু কম মিললেও একসময়ে প্রায় প্রতি রাতে আঁধার মাঝে গ্রামীণ প্রকৃতির চারপাশে জোনাকিদের মিটিমিটি আলো যেন এক পতঙ্গ পোকাদের উৎসবের আমেজ। এ দৃশ্য যেন গ্রামীন জনপদের অন্ধকার প্রকৃতির অপার সৌন্দর্য। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ক্রমাগত আলো দূষণ, আগাছা দমন, কৃষি জমিতে কীটনাশক ও কেমিক্যালের অবাধ ব্যবহার, পাকা ঘরবাড়ি নির্মাণ এবং খাল-বিল ও পুকুরে খামার ভিত্তিক মাছ চাষের কারণে জোনাকির খাদ্য সংকট, প্রাকৃতিক প্রজনন এবং নিরাপদ আবাসস্থল ধ্বংস ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র বিনষ্ট হওয়ায় আলোর বাহক নিশাচর জোনাকিরা দিন দিন নিজেদের আলো নিভিয়ে আজ অন্ধকার পথের যাত্রী।

সপ্তাহ জুড়ে রাতের আঁধারে সরেজমিনে উপজেলা সদর সহ বিভিন্ন গ্রাম ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, বছর পনেরো আগেও গ্রামে-গঞ্জে সন্ধ্যার পর পুকুর, খাল-বিল, ডোবার পাড়ের ঝোপঝাড়, জঙ্গলআর গাছগাছালির ফাঁকে নিজেদের আলোয় জ্বলে উঠতো জোনাকির ঝাঁক।

তারা বলেন, এক সময়ে ভ্যাপসা গরমের সাথে সন্ধ্যায় ঝিরঝির হিমেল হাওয়ায় গ্রামের প্রকৃতিতে মিটিমিটি আলো জ্বেলে দোল খেতো জোনাকির ঝাঁক। গ্রামীণ জনপদে এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। তবে বর্তমানে শহরের পাশাপাশি গ্রামীণ জনজীবনেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আধুনিকতার ছোঁয়ায় ও মানুষের অত্যাচারে ঝাঁকে ঝাঁকে জোনাকির আলো এখন আর চোখে পড়ে না।

উপজেলার বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) বাংলা সাহিত্য বিষয়ের সিনিয়র প্রভাষক বিজয় চন্দ্র দাস বলেন, কবি পূর্ণেন্দু পাত্রীর 'একমুঠো জোনাকী' কবিতায় জোনাকির আলোকে জীবনের গতির সাথে তুলনা করে লিখেছেন, "একমুঠো জোনাকীর আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। একমুঠো জোনাকীর আলো পেয়ে, এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড় যুবতীরা সুবর্ণরেখা।" কয়েক বছর আগেও গ্রামীণ জনপদে সচরাচর জোনাকি পোকা দেখা যেতো। তবে সম্প্রতি সময়ে সেই জোনাকির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। যার মূল কারণ হিসেবে রয়েছে আলোক দূষণ, জোনাকির বাসস্থান ধ্বংস, কীটনাশক ও রাসায়নিক পদার্থের অতিরিক্ত প্রয়োগ, জলবায়ু পরিবর্তন এবং জৈবিক বৈচিত্রের অভাব। এসব কারণে কেবল জোনাকিই নয়, এমন অনেক ধরনের প্রাণি ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যেতে শুরু করেছে। তাই এসব সমস্যাগুলো সমাধান করতে আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র রক্ষায় সংশ্লিষ্টদের খুব দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে।

বারহাট্টা সরকারি ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রভাষক মজিবুল হক বলেন, জোনাকি মূলত বিটল শ্রেণির বাদামি পোকা। যাকে ইংরেজিতে 'লাইটিং বাগ বা ফায়ার ফ্লাই' বলা হয়। এর বৈজ্ঞানিক নাম (Nippon Lucia Crociata)। ছোট কালচে বাদামি রঙের এই পোকা দেখতে অনেকটা লম্বাটে গড়নের। যা লম্বায় প্রায় দুই সেঃমিঃ হয়ে থাকে। এসব জোনাকির ছয়টি পা, দুইটি অ্যান্টেনা, অক্ষিগোলক আর শরীর তিন ভাগে বিভক্ত থাকে। জোনাকির লেজে এন লুসিফেরাজ এবং লুসিফেরিন এনজাইম থাকে, যা থেকে আলো ছড়ায়। আলো ছড়ানোর মূল কারণ মানুষকে খুশি করা নয় বরং পুরুষ জোনাকি আলো জ্বালিয়ে স্ত্রী জোনাকিকে আকর্ষণ করে এবং পরে যৌন মিলন ঘটায়।

তিনি আরও বলেন, জলচর অনেক প্রাণির এমন আলো জ্বালানোর ক্ষমতা থাকলেও স্থলচর প্রাণির মধ্যে জোনাকিই একমাত্র আলো জ্বালানোর ক্ষমতা রাখে। দিনের বেলায় এসব জোনাকিরা পুকুর, ডোবা, খাল-বিল ও নদী পাড়ের লতা-ঘাস এবং ঝোপ-জঙ্গলে লুকিয়ে থাকে। এসব জোনাকি ক্ষুদ্রাকারের। যারা কেঁচো, শামুকের ডিম বা পচা প্রাণি ও আবর্জনা খেয়ে বেঁচে থাকে। তবে বয়স্ক জোনাকিদের প্রিয় খাবার গাছের ফুল-ফলের মধু ও রস।

বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালেরকন্ঠ পত্রিকার সাংবাদিক ফেরদৌস আহমেদ শৈশবে জোনাকির সাথে সখ্যতার স্মৃতিচারণ করে বলেন, ছেলে বেলায় আমাদের গ্রামীণ জনপদে সন্ধ্যা নামলেই বন্ধুরা মিলে জোনাকির আলোর পিছু পিছু ছুটতাম। হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ রেখে আবার উড়িয়ে দিতাম। রহস্য খুঁজতে উল্টেপাল্টে দেখতাম, কীভাবে একটি পোকার পেট থেকে আলো বের হয়। জোনাকি নিয়ে এমন কতশত স্মৃতি জমা আছে আমাদের দূরন্ত শৈশবের স্মৃতিপটে। এখন আর জোনাকির পেছনে দৌড়ানো হয় না। হাতে নিয়ে দেখা হয় না জোনাকির আলো, হয়তো বড় হয়েছি বলে।

তিনি আরও বলেন, শৈশবে জোনাকির আলো নিয়ে খেলা করেনি এমন মানুষ খুব কম রয়েছে, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেছেন। তখন গ্রামাঞ্চালে ঝোপঝাড় ও বাঁশ বাগানের ব্যাপক বিস্তৃতি থাকায় জোনাকির উপস্থিতিও বেশি ছিল। এখন আধুনিকতার ছোঁয়ায় ঝোপঝাড়, বাঁশ বাগান কমে গেছে, বেড়েছে মানুষের ঘনবসতি। যার ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। তাই প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে বনায়ন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া এখন খুবই জরুরি।

এমএসএম / এমএসএম

পাঁচ বছরের সংসারে বিরোধ, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু হলেও হাসপাতালে চিকিৎসারত স্বামী

আজ সলঙ্গা গণহত্যা দিবস

বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান

ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে: খাদ্য ও ভূমি উপদেষ্টা

কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন

সুবর্ণচরে বিকাশ ব্যাবসায়ীর ওপর হামলাকারিদের বিচারের দাবীতে মানববন্ধন

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ধর্ষক পিতা

গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির সাথে সম্পৃক্ততা!

নেত্রকোনায় স্কুলছাত্রীকে উত্যক্ত ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

ত্রিশাল বাসস্ট্যান্ডের যানযট নিরসনে শ্রমিকদের মাঝে মাইক ও স্বেচ্ছাসেবী জ্যাকেট বিতরণ

সন্দ্বীপ চ্যানেলে সাত নাবিক সহ ডুবে যাওয়া বাল্কহেড থেকে সকলকে জিবিত উদ্ধার করেছে একটি সার্ভিস বোট

ভূরুঙ্গামারীতে তিন বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান এক ইঞ্চি বাঁধ নির্মাণ করতে পারেনি

চিলমারী উপজেলার ঢুষমারা থানা কর্তৃক গ্রেফতার ২