কাজ খুঁজতে আসা মানুষের আনাগোনায় মুখরিত মনোহরগঞ্জ বাজার ও নাথেরপটেুয়া রেলওয়ে স্টেশন

কুমিল্লার মনোহরগঞ্জে জমে উঠেছে শ্রমিকের ভ্রাম্যমাণ হাট। জীবিকার জন্য কাজ খুঁজতে আসা মানুষের আনাগোনায় মুখরিত মনোহরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের হাট বাজার উপজেলা সদর মনোহরগঞ্জ বাজার, হাসনাবাদ বাজার, লক্ষণপুর বাজার, বিপুলাসার বাজার, নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন, আশির পাড় বাজার পোমগাঁও বাজার, খিলা বাজার । দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকদের পাওয়া যায় মনোহরগঞ্জ হাটে। শ্রমিকদের কাজে লাগিয়ে এখানকার কৃষকরা বোরো ধান ঘরে তোলেন।বোরো মওসুমে এ উপজেলায় শ্রমিকের চাহিদার পূরণ হয় বিভিন্ন জেলার শ্রমিক দিয়ে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার মনোহরগঞ্জ বাজার, নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশনে কয়েক হাজার শ্রমিক কাস্তে ও ব্যাগ নিয়ে কাজের অপেক্ষায় দাড়িয়ে আছে। রেলওয়ে স্টেশনের ফ্ল্যাটফর্ম, লক্ষণপুর বাজার,হাসনাবাদবাজার, মনোহরগঞ্জ বাজারে কাজের অপেক্ষা করছেন তারা।শ্রমিকদের মধ্যে নানা বয়সের শ্রমজীবী মানুষ রয়েছে। শ্রমিক খুঁজতে আসা কৃষকরা হাটে এসে পাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত শ্রমিক। দরদাম মিললেই নিয়ে যান নিজের বাড়ি। এভাবেই চলছে উপজেলার ১১ ইউনিয়নের হাট বাজারে শ্রম বেচাকেনা। কাজের সন্ধান পেলেই চলে যান মালিকের সাথে। নীলফামারীর সিরাজুল, গাইবান্ধার মালেক সরদার, লালমনিরহাটের রফিকুল, দিনাজপুরের খালেক, ঠাকুরগাঁয়ের সামছুদ্দিনসহ শ্রমিকের সাথে কথা বললে আমরা বোরো ধান উঠা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মওসুমের শুরুতে থেকে কাজের খোঁজে যান তারা।
এদের অধিকাংশই কৃষিকাজ করেন। নিজের এলাকায় এ সময় কোন কাজ না থাকায় একটু বাড়তি রোজগারের আশায় তারা বিভিন্ন হাটে আসার কথা জানান। জনপ্রতি ৭/৮শ টাকা করে পান একদিন কাজ করে। কেউকেউ ২/৩ মাস পর্যন্ত একটানা কাজ করেন। মওসুম শেষে টাকা জমিয়ে বাড়ি যান। উপজেলার সরসপুর এলাকার কৃষক সাইদ আলী জানান, নিজেদের কর্মব্যস্ততা থাকায় বিশেষ করে বোরো মওসুমে এলাকার স্থানীয় শ্রমিক খুব একটা পাওয়া যায় না। এ মওসুমে দূরদূরান্ত থেকে আসা শ্রমিকের উপরেই ভরসা রাখতে হয়। অন্যান্য বছরের তুলনায় এবার পর্যাপ্ত শ্রমিক পাওয়ার কথা জানান তিনি।
শ্রমিকদের মাথাপিছু খরচ একটু বেশী হলেও কাজেও সাশ্রয় হয়, একটানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার এর সাথে কথা বললে তিনি জানান, বোরো মওসুমে এ এলাকায় শ্রমিকের চাহিদা মেটাতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা কাজ করছেন। শ্রমিকের চাহিদার প্রায় ৫০ ভাগ যোগান হচ্ছে বাহির থেকে আসা শ্রমিক দিয়ে। এবার এ উপজেলায় ৯ হাজার ৯শ ৯৫ হেক্টর জমিতে বোরো আবাদের কথা জানান তিনি। আবাদকৃত জমির ৯৫ শতাংশই হাইব্রিড জাতের ধান।
এমএসএম / এমএসএম

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর
