ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৪:১০

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দুই স্কুলছাত্র হলো, বরুড়া উপজেলার পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মো. ফাহাদ হোসেন (১৩) ও একই এলাকার বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বাকি দুজন হলেন, মুরাদনগর উপজেলার দেওরা গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর পশ্চিম পাড়া (কালীবাড়ি) গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে মুরাদনগরের কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নাজির (৪০) নামে আরও এক কৃষক আহত হন। তাকে উদ্ধার করে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে তিনজন মারাত্মকভাবে আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাহাদ ও জিহাদকে মৃত্যু ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আবু সুফিয়ানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পাঁচবিবিতে তৃষ্ণার্ত পথচারীদের পানি ও শরবত পান করালেন রেডক্রিসেন্ট কর্মীরা

বাউফলে 'আমার দেশ' সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী পারুলী ও স্বামী মানিক ইয়াবাসহ আটক

গোপালগঞ্জে আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে এক স্কুল শিক্ষার্থী

চট্টগ্রামে বিএনপি সেজে জামিন নেওয়ার চেষ্টা শ্রমিক লীগ নেতার

বরেন্দ্র অঞ্চল থেকে হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

কামারখন্দে গ্রাম আদালতের রায়ে ক্ষতিপূরণ পেলেন রিমা বেগম

চৌগাছায় হঠাৎ শিলা বৃষ্টি কৃষকের বোরো ধানের অপূরণীয় ক্ষতি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

কটিয়াদীতে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল