গাকৃবিতে গ্র্যাজুয়েশন ডে উদযাপন গৌরব ও প্রত্যয়ের নতুন সূচনা

আনন্দ, আবেগ ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদযাপিত হলো “গ্র্যাজুয়েশন ডে ২০২৫”। গাকৃবির উইন্টার ২০২৩ টার্মের বিএস (কৃষি) প্রোগ্রামের ১৬তম ব্যাচ, বিএস (ফিশারিজ) এর ১২তম ব্যাচ, বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এর ৮ম ব্যাচ এবং ডিভিএম প্রোগ্রামের ৯ম ব্যাচসহ ৪টি অনুষদের মোট ৩১৩ জন ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটগণ ছিলেন আজকের গ্র্যাজুয়েশন দিবসের মধ্যমণি।
অনুষ্ঠানটি বুধবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন দিবসের উপর একটি তাৎপর্যপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। এরপর চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব অংশের ফলাফল উপাচার্যের সমীপে উপস্থাপন করেন। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্যের পর তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, "আজকের এই গ্র্যাজুয়েশন ডে কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জীবনের এক মহান অভিযাত্রার সূচনা। কৃষিভিত্তিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা দেশ ও জাতির উন্নয়নে নিজেদের সক্রিয়ভাবে নিয়োজিত করবে এই আমাদের প্রত্যাশা।’’
অতিথিবৃন্দের সাথে গ্র্যাজুয়েটদের ফটোসেশনের মাধ্যমে জমকালো এ দিবসের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম

সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজন আটক

আসল অপরাধী আমার ছেলের বউ, বললেন হিটু শেখ

নেত্রকোণা পৌরসভায় ৩টি ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা

ইউএনডিপি প্রতিনিধিদলের অভয়নগরের বিভিন্ন গ্রাম আদালত পরিদর্শন

কেরানীগঞ্জে এলজিইডি অফিসে দুদক

গাকৃবিতে গ্র্যাজুয়েশন ডে উদযাপন গৌরব ও প্রত্যয়ের নতুন সূচনা

মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যা: দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও সহযোগী গ্রেপ্তার, একজনের স্বীকারোক্তি

উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি

দুমকি থানা পুলিশের অভিযানে এপ্রিলে মাদকদ্রব্যসহ আটক-৬

সাটুরিয়ায় দুপক্ষের দ্বন্দ্বে বিদ্যালয়ে তালা: বারান্দায় ক্লাস করছেন শিক্ষার্থীরা

উলিপুরে এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান

নওগাঁয় অভিযোগ দিতে গিয়ে থানায় হাজতে দুই ভুক্তভোগী
