ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

গাকৃবিতে গ্র্যাজুয়েশন ডে উদযাপন গৌরব ও প্রত্যয়ের নতুন সূচনা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:৫৯

আনন্দ, আবেগ ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদযাপিত হলো “গ্র্যাজুয়েশন ডে ২০২৫”। গাকৃবির উইন্টার ২০২৩ টার্মের বিএস (কৃষি) প্রোগ্রামের ১৬তম ব্যাচ, বিএস (ফিশারিজ) এর ১২তম ব্যাচ, বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এর ৮ম ব্যাচ এবং ডিভিএম প্রোগ্রামের ৯ম ব্যাচসহ ৪টি অনুষদের মোট ৩১৩ জন ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটগণ ছিলেন আজকের গ্র্যাজুয়েশন দিবসের মধ্যমণি।

অনুষ্ঠানটি বুধবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন দিবসের উপর একটি তাৎপর্যপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। এরপর চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব অংশের ফলাফল উপাচার্যের সমীপে উপস্থাপন করেন। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।  শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্যের পর তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, "আজকের এই গ্র্যাজুয়েশন ডে কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জীবনের এক মহান অভিযাত্রার সূচনা। কৃষিভিত্তিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা দেশ ও জাতির উন্নয়নে নিজেদের সক্রিয়ভাবে নিয়োজিত করবে এই আমাদের প্রত্যাশা।’’  

অতিথিবৃন্দের সাথে গ্র্যাজুয়েটদের ফটোসেশনের মাধ্যমে জমকালো এ দিবসের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

বরগুনায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

শার্শায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আবুল কালাম গনসংযোগ মাঠে ঘাটে নির্বাচনী আমেজ

গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে- গোপালগঞ্জে ১৫ মাসে মামলা এক হাজার ছাড়াল

মধুখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিগঞ্জ কৃষ্ণনগর চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী

দল যাকে মনোনয়ন দিবে"তার পক্ষে কাজ করতে হবে: এস এম মামুন মিয়া

সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জামায়াতে ইসলামী যুব সমাবেশ