বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গৌরবময় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবের ৬৪তম বর্ষ উদযাপন তিনদিন ব্যাপী জাঁকজমক, আননন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শোভাযাত্রা, আলোচনাসভা এবং সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে।
তিনদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (০১ মে) সকাল পৌনে ১১টায় পাবনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সাংবাদিকতার প্রতীক হিসেবে কলম, টেলিভিশন, রেডিও, ক্যামেরা, টেলিভিশনের বুম বা মাইক্রোফোন, প্রতিষ্ঠাবার্ষিকীর লোগোসহ নানা প্ল্যাকার্ড নিয়ে বাদ্য বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন পাবনা প্রেসক্লাবের সদস্যসহ পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। শোভাযাত্রটি প্রেসক্লাব থেকে বের হয়ে পাবনা জেলা শহরের প্রধান সড়ক হয়ে বাণীবিনা মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এরপর প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের আয়োজন করা হয়।
শুারুতে স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মহান মুক্তিযুদ্ধ ও ২৪ গণঅভ্যুত্থানের শহীদদের এবং পাবনা প্রেস ক্লাবের মরহুম সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালনকারী সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
পাবনা প্রেস ক্লাবে সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, পাবনার জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিৎ নাগ, পাবনা জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আক্তার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনার উপরিচালক মোঃ তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, এসএম আলাউদ্দিন, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, ক্লাবের প্রবীণ সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক নেছার আহমেদ নান্নু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান স্বপন, সুজানগর প্রেসক্লাব সম্পাদক এমএ আলিম রিপন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলালুর রহমান জুয়েল, বেড়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
পাবনার সব উপজেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রেস ক্লাবের যাত্রা শুরু হয় ১ মে, ১৯৬১ সালে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিবসটি অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়ে আসছে। এবারও পাবনা প্রেস ক্লাবের ৬৪তম বার্ষিকী উপলক্ষে তিন দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ছ। ৩০ এপ্রিল বুধবার প্রেস ক্লাব আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ১ মে, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় একটি আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং কেক কাটার আয়োজন করা হয়ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেস ক্লাবকে নতুনভাবে সাজানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন হলেন পাবনা প্রেস ক্লাবের আজীবন এবং ২২তম সদস্য। তিনি বাংলাদেশেরও ২২তম প্রেসিডেন্ট। এছাড়াও সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান মরহুম স্যামসন এইচ চৌধুরী, মরহুম ভাষা সৈনিক আবদুল মতিন এই প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য ছিলেন এবং আছেন। মাছরাঙা টেলিভিশন অ্যান্ড স্কয়ার টয়েলেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। তিনি পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি।
কর্মসূচির তৃতীয়দিন (শেষদিন) শুক্রবার, ২ মে, প্রেস ক্লাব মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে সাংস্কৃতি অনুষ্ঠান সবাই উপভোগ করেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
