মুরাদনগরে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেওয়া বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
কুমিল্লার মুরাদনগরে নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার অনন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার ( ৪ মে) মুরাদনগর সদরের আল্লাহ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচী করেন সাধারণ শিক্ষার্থীরা।
এতে শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে রাজনৈতিক মিছিল করিয়েছে বিএনপির নেতৃবৃন্দ এমন অভিযোগ এনে বক্তব্য রাখেন, মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আমেনা আক্তার।
এসময় আরো বক্তব্য রাখেন মোসা. রোবাইয়া আক্তার জুনু, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, গত ৩১ এপ্রিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের কিছু শিক্ষার্থীকে মিথ্যা তথ্য দিয়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত থেকে অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানানো হয়। যা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ঐ কর্মসূচির সাথে আমাদের কলেজের শিক্ষার্থীদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল না। আমাদেরকে প্রকৃত ঘটনা গোপন রেখে ভুল তথ্য দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিলো।
আমরা শিক্ষার্থী, আমাদের উদ্দেশ্য হল শিক্ষা অর্জন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহৃত হওয়া নয়। তাই, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি বিনীত অনুরোধ জানাই—শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার থেকে বিরত থাকুন। আমরা চাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক রাজনীতিমুক্ত ও নিরাপদ শিক্ষার স্থান।
উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালন আমাদের জন্য গর্বের বিষয়, এবং আমরা তার নেতৃত্বে আগামীতেও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন , কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ, বাইড়া আরিফ স্কুল এন্ড কলেজ, চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ, চাপিতলা ফরিদ উদ্দিন সরকার কলেজ,
কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজ,
মুরাদনগর ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় , হায়দ্রাবাদ সামশুল হক কলেজ, শ্রীকাইল সরকারী কলেজ, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজসহ মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল