খিলক্ষেতে চাঁদাবাজ রফিক গংদের কালো থাবা
ডেসকোতে এলটি লাইন নির্মাণে চাঁদা না দেয়ায় মুন্নি এখন দিশেহারা

খিলক্ষেত খ-৪২,মধ্যপাড়ায় ডেসকোতে ডিপোজিট স্কিমের আওতায় এলটি লাইন নির্মাণে চাঁদা না দেয়ায় চাঁদাবাজদের দৌরাত্নে মুন্নি এখন দিশেহারা হয়ে ঘুরছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর খিলক্ষেত খ-৪২, মধ্যপাড়ার মৃত শেখ মোহাম্মদ আলী ও আকলিমা বেগমের মেয়ে মমতাজ আক্তার মুন্নি (৩২) ডেসকোতে ডিপোজিট স্কীমের আওতায় এলটি লাইন নির্মাণের জন্য আবেদন করে। সে এ কারণে ডেসকোতে ইউসিবিএল এর মাধ্যমে ৮৬ হাজার ২ শত ৬৯ টাকা জমা দিয়েছে। এরপর ডেসকো মুন্নির বাড়িতে ডিপোজিট স্কীমের আওতায় এলটি লাইন নির্মাণের জন্য দুটি পিলার স্থাপন করে। ডেসকো থেকে পিলারে মোটা তার লাগাতে গেলে খিলক্ষেত খ-৪০,মধ্যপাড়ার মৃত আবদুল বারেক ও মৃত ফিরোজা বেগমের ছেলে রফিক মিয়া ও ছফিল মিয়া এবং রফিকের ছেলে রাহাত মিতা, সাইদের ছেলে জনি মুন্নির কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। মুন্নি চাঁদা দিতে অস্বীকার করলে তারা ডেসকোর লোকজনকে পিলারে তার লাগাতে বাঁধা প্রদান করে ও তাদের গায়ে হাত তোলে। এ সময় মুন্নির ছোট ভাই শেখ আবদুল্লাহ এসে বিষয়টিতে হস্তক্ষেপ করলে তারা তার গায়ে কিল, ঘুষি মারতে থাকে। এতে শেখ আবদুল্লাহর শরীরে মারাত্নকভাবে ফুলা,জখম হয়। ডেসকোর লোকেরা তাদের হাত থেকে আবদুল্লাহকে রক্ষা করে। এরপর রফিক মিয়া মুন্নির বাড়ীতে বিদ্যুৎ সংযোগ না দেয়ার জন্য ডেসকো অফিসে আবেদন করে। ডেসকো থেকে মুন্নিকে-রফিকের আবেদনের প্রেক্ষিতে লাইন নির্মাণে বাঁধা নিরসন/ ট্রান্সফরমার স্থানান্তর/সমাধান প্রসঙ্গে চিঠি প্রদান করে। এ বিষয়ে মুন্নি ৩ মার্চ ডিএমপির খিলক্ষেত থানায় রফিক মিয়া, ছফিল মিয়া, রাহাত মিতা, জনি -৪ জনের বিরুদ্ধে জিডি (নম্বর-৭১) করে।
খিলক্ষেত থানার এস আই মাইন উদ্দিন মমতাজ আক্তার মুন্নির জিডি তদন্তের জন্য অনুমতি চেয়ে অতি সম্প্রতি ঢাকা সিএম এম আদালতে আবেদন করলে আদালত সরকারী কার্যবিধির ১৫৫/১ ধারা মোতাবেক নন জিআর -৮০৪/২৫ নং মামলায় বাদীকে আগামী ৬ মে সকাল ১০ টায় জাতীয় পরিচয়পত্র/ জাতীয় জন্ম সনদ নিয়ে হাজির করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।মুন্নির বাড়ীতে ডেসকোর বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য খিলক্ষেত মধ্যপাড়ার ১১ টি পরিবারের ১১ জন ব্যক্তি গত ২৮ এপ্রিল ডেসকোর ব্যবস্থাপনা পরিচালকের নিকট আবেদন করেন। গত ২৮ এপ্রিল ডিএমপির উপ পুলিশ কমিশনার-গুলশান এর কাছে মুন্নি ্নআবেদন করে।
গত ২৭ এপ্রিল ডেসকোর লোকেরা মুন্নির বাড়ীতে পুনরায় বিদ্যুতের তার টানাতে গেলে রফিক গংরা বাঁধা প্রদান করে হুমকি দেয়। এ সময় মুন্নির বৃদ্ধা মা আকলিমা বেগম এগিয়ে আসলে রফিক গংরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাড়িতে বিদ্যুৎ সংযোগের কারণে চাঁদাবাজরা মুন্নির একমাত্র আদরের ছোট ভাইও মাকে মারধর করে এবং মুন্নিকে ও প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে মুন্নি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিভাবকহীন মুন্নি শুধুমাত্র চাঁদাবাজদের কারণে অসহায় হয়ে সংশ্øিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরে ঘুরে বেড়াচ্ছে।অসহায় মুর্ন্নিন নির্বাক দুটি চোখের বোবা কান্না হতাশার আঁধারে নিরাশার দোলাচলে শুধু ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশা করছে সংশ্লিষ্ট আদালত ও সরকারী কার্যালয়ে। তাই এলাকাবাসীর দাবী চাঁদাবাজদের কারণে আর কোন মুন্নিকে যেন জীবনের ঝুঁকি নিয়ে এভাবে অসহায় হয়ে বাঁচতে না হয়।
এমএসএম / এমএসএম

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ত্বরান্বিত হয়
