বৈষম্যবিরোধী আন্দোলন
গুলিবিদ্ধ ইমরানের জীবন থমকে আছে অর্থ সংকটে
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হওয়া ১৬ বছর বয়সী কিশোর ইমরান হোসেন আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। তার শরীরে এখনও ২৯টিরও বেশি ছররা গুলির ক্ষত রয়েছে। অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হওয়ায় দিন দিন ইমরানের শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
ইমরান হোসেন পাবনার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামের দিনমজুর জহুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
ঘটনার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার আশুলিয়ার বাইপাইলে গেলে পুলিশের ছোড়া ছররা গুলিতে গুরুতর আহত হন ইমরান। আন্দোলনকারী মিছিলে সন্মুখভাগ থাকায় ইমরান আকস্মিক গুলিবর্ষণে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, তার শরীরে ২৯টিরও বেশি ছররা গুলি প্রবেশ করেছে। সেই থেকে ইমরানের স্বাভাবিক জীবন থেমে গেছে। প্রতিদিন অসহ্য যন্ত্রণা নিয়ে তার ঘুম ভাঙে, রাতেও ঠিকমতো ঘুমাতে পারছে না। স্বাভাবিক চলাফেরাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।
ইমরান হোসেন বলেন, ‘আমার শরীরে এখনো ১২-১৩ টি গুলি রয়ে গেছে। ঠিকমতো হাঁটতেও পারি না, কোনো কাজও করতে পারি না। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছি না। দিন দিন শরীরের অবস্থা আরও খারাপ হচ্ছে।’
অপরদিকে ছেলের চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা ইমরানের বাবা জহুরুল ইসলাম জানান, ঢাকায় রিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে কোনোমতে তাদের সংসার চলে। ছেলের চিকিৎসার জন্য টাকা খরচ করে বাবা জহুরুল নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি কান্নাজনিত কণ্ঠে বলেন, “এখন ছেলের চিকিৎসার খরচ জোগাতে কোথায় যাব, কার কাছে বলব কিছুই বুঝতে পারছি না।"
খানমরিচ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু জানান, তারা ইমরানের পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন এবং তার চিকিৎসা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করবেন।
ঋাংগুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন,“ইমরানের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও সামাজিকভাবে কিছু নগদ অর্থ সহায়তা করা হয়েছে। তার চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।’
এমএসএম / এমএসএম
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র