ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

স্বৈরাচার দলীয় নেতা কর্মীদের বাঁচাতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ, আতংকে ভুক্তভোগী


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৪:৬

স্বৈরাচার দলীয় নেতা কর্মীদের মামলা থেকে বাঁচাতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ। যশোরের কেশবপুরে সাংবাদিক সোহেল পারভেজ কে হত্যার উদ্যেশ্যে মারপিট মামলার ৫ আসামীকে বাঁচাতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বিএনপির নেতা। গত কাল ওই মামলার আসামীরা বিজ্ঞ আদালতে জামিন নিয়েছেন।
জানাগেছে, গত ১৮ এপ্রিল শুক্রবার সন্ধায় কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হাতে মারপিটের শিকার হন। তাকে হত্যার উদ্যেশ্যে উঠিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সাকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশজনতার কথা পত্রিকার মফঃস্বল সম্পাদক হিসেবে দির্ঘদিন কর্মরত আছেন। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। উপজেলার বিভিন্ন সমস্যা, বন্যাপ্লাবিত ও অসহায় মানুষের জন্য ও জনকল্যাণ মূলক এবং সমাজের অন্যায় অপরাধের বিষয়াদি পত্রিকায় লেখনির মাধ্যমে তুলে ধরেছেন। সে কারণে একাধিকবার ভালোকাজের পুরুষকারও পেয়েছেন। কিন্তুু বর্তমান সময়ে কে বোঝে স্বঠিক ও সততা। সমাজ ব্যাবস্থায় জখন অন্যায় অপোরাধে নিমজ্জিত কে বোঝে তার  দাম। কোন সরকারি কর্মকর্তা, কর্মচারী, কোন রাজনৈতিক দল, অন্য কোন প্রতিষ্ঠান সে যেই হোক অন্যায় অপরাধের বিরুদ্ধে সবসময় লেখনির মাধ্যমে প্রতিহত করে চলেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও সততার সহিত কাজ করে চলেছেন। আপোষহীন একজন সাংবাদিক হিসেবে ইতিমধ্যে সকলের কাছে সুক্ষ্যাতী করেছেন সোহেল পারভেজ। কয়েকটি প্রতিবেদনের জন্য হামলার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি নিজ এলাকার কয়েকটি অন্যায় অপরাধের  এবিষয়ে তথ্য অনুসন্ধানে নামে বিষয়টি অপরাধীরা জানতে পেরে গত ১৮ এপ্রিল শুক্রবার সন্ধায় স্থানীয় বাজারস্ত খেলার মাঠে সন্ত্রাসী স্টাইলে উঠিয়ে নিয়ে হত্যার উদ্যেশ্যে মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় জনগণ উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করে। সন্ত্রাসী কতৃক হামলার ঘটোনায় দোষীদের শাস্তি দাবী ও নিন্দা প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক, সুধীমহল দোষীদের শাস্তি দাবী ও নিন্দা প্রকাশ কারে বিবৃতি দেয়। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে সাপ্তাহিক দেশজনতার কথা'র আয়োজনে সাংবাদিক সোহেল পারভেজ কে সন্ত্রাসী কতৃক হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক সোহেল পারভেজ এর উপর যে সকল চিহ্নিত সন্ত্রাসীরা মারপিট করে হত্যার চেষ্টা করেছিল তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাস্তির দাবী সহ সকল সাংবাদিক স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে পারে তার জন্য বর্তমান সরকারের কাছে জোর আবেদন জানান। যা একাধিক গণমাধ্যমে ও সংবাদপত্রে প্রকাশিত হয়। বিষয়টি ধামাচাপা দিতে মানববন্ধনে না  আসতে গণমাধ্যম কর্মীদের চাপ প্রয়োগ করাহয় বলে একাধিক সূত্রে জানাগেছে। কিন্তুু স্বল্প পরিষরে হলেও তারা মানববন্ধন ঠেকাতে ব্যর্থ হয়। ওইদিন ২৪ এপ্রিল সাংবাদিক নিজে বাদী হয়ে ৫ জনকে আসামী করে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেন। বিষয়টি থানা অফিসার ইনসার্চ আমলে নিয়ে মামলা রুজু করেন। যার নং ২৪। ওই মামলার প্রধান আসামী স্বৈরাচার দলীয় পদে থাকা চুয়াডাঙ্গা ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন আজিবার রহমান গাজীর ছেলে ইমরান গাজী। ২ নং আসামী  মঙ্গলকোট ইউনিয়ন সেচ্ছাসেবক লিগের যুগ্ন আহবায়ক শেখ আসাদুজ্জামান আসাদ এর আপন ছোট ভাই মৃত আবুল হোসেন শেখের ছেলে ছাত্রলীগ নেতা শেখ তৈয়বুর রহমান ওরফে তপু,৩নং আসামী ততকালীন স্বৈরাচার দলে যোগদিতে চাইলেও বিএনপি নেতা মোস্তাকা আহম্মেদের গাড়ি চালক থাকায় সম্ভব হয়নি শাহাবাজ বিশ্বাসের ছেলে শাহিনুর রহমান বিশ্বাস, ৪নং আসামী স্বৈরাচার সরকার সমর্থিত সোহরাব হোসেন বিশ্বাস এর ছেলে সাদ্দাম হোসেন, ৫ নং আসামী আব্দুস সামাদ সরদারের ছেলে ফারুক হোসেন। তাঁদেরকে বাঁচাতে এখন দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপির নেতারা। 
আসামীরা ২০২৪ সালের স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের আওয়ামী সতন্ত্র প্রার্থী কে এম আজিজ এর হয়ে কাজ করে এলাকায় নেতা বুনে যায়। ৫ ই আগস্ট এর দিন দুপুর থেকে বর্তমান মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ এর হয়ে এলাকায় বেশ কয়েকটি অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে ত্রাস নেতা বুনে গেছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না। এলাকার সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি। 
একসপ্তাহ চিকিৎসা পর অবস্থার উন্নতি না হলে গত ২৫ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করাহয়। কর্তব্যরত চিকিৎসক জরুরী ভাবে মাথার ছিটিস্কিন ও বুকের এক্সে করার জন্য পরামর্শ দেন। চিকিৎসক এর পরামর্শে পরিক্ষা করে দেখালে চিকিৎসক বলেন, প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে তার বাম পাজড়ের (রিপস বোন) ভেঙ্গে গেছে, মাথায় আঘাতে বড় ধরনের ক্ষতির আশংকা নেই। তবে দির্ঘদিন চিকিৎসা নিলে ও বেড বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে চিকিৎসক পরামর্শ দিয়েছেন বলে তার পরিবার জানান। 
এবিষয়ে সাংবাদিক সোহেল পারভেজ বলেন, আমি নিজ এলাকার কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবেদন তৈরি করি। সে কারণে অপরাধীরা আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। এলাকার গুটি কয়েক সন্ত্রাসীরা একাধিক অনিয়ম, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলেছে। তথ্য অনুসন্ধান করে স্থানীয় বাজার পাথারা গেটের হাটে পৌঁছালে ওই সন্ত্রাসীরা তাকে অতর্কিত হামালা করে। 
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্স  আনোয়ার হোসেন জানান, ওই মামলার ৫ আসামী বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে জামিন নিয়েছেন।

এমএসএম / এমএসএম

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী