ছাত্র হত্যা মামলার আসামি হাতেম মাস্টারের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা
গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানাধীন এলাকা থেকে গতকাল রাতে হাতেম মাস্টার নামের এক ব্যক্তিকে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে।
এব্যাপারে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, হাতেম মাস্টার ডিবি হেফাজতে আছে এবং তার বিষয়ে তদন্ত চলছে। দৈনিক সকালের সময় প্রতিনিধি'র কাছে হাতেম মাস্টারের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর আক্রমণ ও হত্যার একটি অভিযোগপত্র সহ পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের যারা বিভিন্ন মামলার আসামি তাদের সাথে কয়েকটি ছবি আছে। অভিযোগপত্রে দেখা যায়, কুমিল্লার হোমনা থানার গোলাম সজিব (৩০) বাদি হয়ে তার ভাই ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র গোলাম মফিজ (২২) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করে শতাধিক ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ মামলা দায়ের করেন। এই তালিকার ৪২নম্বরে টঙ্গী পশ্চিম থানার খা-পাড়া এলাকার মৃত পাঞ্জু খানের ছেলে হাতেম মাস্টারের নাম উল্লেখ করা হয়েছে। এবিষয়ে সকালের সময় প্রতিনিধি দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলে ডিবির ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, হাতেম মাস্টারের বিরুদ্ধে বিগত সরকারের আমলেও মামলা রয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। এবিষয়ে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এদিকে ঐ অভিযোগপত্রে পতিত সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দ্বিতীয় ও তৃতীয়তে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নাম রয়েছে।
জিএমপি গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার দৈনিক সকালের সময় টঙ্গী প্রতিনিধিকে এক প্রশ্নের উত্তরে বলেন, কোনো তদবির কাজ করবে না। যাচাই-বাছাইয়ে অভিযুক্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাতেম মাস্টারের আটকের খবরের সাথেসাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে হাতেম মাস্টারের সাংগঠনিক কয়েকটি ছবি পোস্ট হয়। সেখানে তাকে আওয়ামী লীগ নেতা বললেও কেউকেউ তাকে সুবিধাবাদী দালাল এবং সুযোগ নিতে বিএনপিতে ভিড়েছেন বলে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, হাতেম মাস্টার মন্দ প্রকৃতির লোক। যখন যেই সরকার ক্ষমতায় হাতেম মাস্টার সেই সরকারের লোক হয়ে সাধারণ মানুষকে পুলিশি হয়রানি, নির্যাতন সহ নানান ধান্দাবাজি করে বেড়ায়। বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী মনে করেন, হাতেম মাস্টারদের মতো সুবিধাবাদী লোককে বিএনপিতে কোনোভাবেই ভীড়তে দেয়া উচিৎ হবে না, এতে জনগণ আস্থা হারাবে।
এমএসএম / এমএসএম
পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান
হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব
টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত