ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ছাত্র হত্যা মামলার আসামি হাতেম মাস্টারের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা


জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী photo জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৫:৬

 গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানাধীন এলাকা থেকে গতকাল রাতে হাতেম মাস্টার নামের এক ব্যক্তিকে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে। 
এব্যাপারে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, হাতেম মাস্টার ডিবি হেফাজতে আছে এবং তার বিষয়ে তদন্ত চলছে। দৈনিক সকালের সময় প্রতিনিধি'র কাছে হাতেম মাস্টারের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর আক্রমণ ও হত্যার একটি অভিযোগপত্র সহ পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের যারা বিভিন্ন মামলার আসামি তাদের সাথে কয়েকটি ছবি আছে। অভিযোগপত্রে দেখা যায়, কুমিল্লার হোমনা থানার গোলাম সজিব (৩০) বাদি হয়ে তার ভাই ব্র‍্যাক ইউনিভার্সিটির ছাত্র গোলাম মফিজ (২২) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করে শতাধিক ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ মামলা দায়ের করেন। এই তালিকার ৪২নম্বরে টঙ্গী পশ্চিম থানার খা-পাড়া এলাকার মৃত পাঞ্জু খানের ছেলে হাতেম মাস্টারের নাম উল্লেখ করা হয়েছে। এবিষয়ে সকালের সময় প্রতিনিধি দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলে ডিবির ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, হাতেম মাস্টারের বিরুদ্ধে বিগত সরকারের আমলেও মামলা রয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। এবিষয়ে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। 
এদিকে ঐ অভিযোগপত্রে পতিত সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দ্বিতীয় ও তৃতীয়তে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নাম রয়েছে।

জিএমপি গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার দৈনিক সকালের সময় টঙ্গী প্রতিনিধিকে এক প্রশ্নের উত্তরে বলেন, কোনো তদবির কাজ করবে না। যাচাই-বাছাইয়ে অভিযুক্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাতেম মাস্টারের আটকের খবরের সাথেসাথে স্থানীয়  আওয়ামী লীগ নেতাদের সাথে হাতেম মাস্টারের সাংগঠনিক কয়েকটি ছবি পোস্ট হয়। সেখানে তাকে আওয়ামী লীগ নেতা বললেও কেউকেউ তাকে সুবিধাবাদী দালাল এবং সুযোগ নিতে বিএনপিতে ভিড়েছেন বলে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, হাতেম মাস্টার মন্দ প্রকৃতির লোক। যখন যেই সরকার ক্ষমতায় হাতেম মাস্টার সেই সরকারের লোক হয়ে সাধারণ মানুষকে পুলিশি হয়রানি, নির্যাতন সহ নানান ধান্দাবাজি করে বেড়ায়। বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী মনে করেন, হাতেম মাস্টারদের মতো সুবিধাবাদী লোককে বিএনপিতে কোনোভাবেই ভীড়তে দেয়া উচিৎ হবে না, এতে জনগণ আস্থা হারাবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু

নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের

বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক

রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা

সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা

বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা