ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আমার চাওয়া ঝিনাইদহের রোগী ঝিনাইদহতে চিকিৎসা হোক -ডাঃ কামরুজ্জামান


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৯-৫-২০২৫ দুপুর ২:১৮

ঝিনাইদহ জেলার নব্য যোগদানকারী সিভিল সার্জন ডাক্তার মোহাঃ কামরুজ্জামান সোহেল। ২৪ তম বিসিএস (স্বাস্থ্য) এর একজন কর্মকর্তা,  সুনামধন্য ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাঃ কামরুজ্জামান । এটি অন্য দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে চিকিৎসা সেবার ক্ষেত্রে শুধু পোস্ট গ্রাজুয়েশন অথবা অন্য  কোন বিষয়ে স্পেশালাইজড ডিগ্রী অর্জন করলেই ভালো চিকিৎসক  হওয়া যায় না, এই ক্ষেত্রে রোগীর মনোভাব বুঝে তার  চিকিৎসা সেবা দেওয়াটায়  একজন চিকিৎসক এর মহৎ গুণ । মনুষ্যত্ববোধ, ধৈর্যশীলতা, মানবিকতা এবং রোগীর সহিত স্বাভাবিক আচরণ চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি বাড়তি সহযোগী ভূমিকা পালন করে। এই সকল গুনে গুণান্বিত একজন মহৎ চিকিৎসক হিসেবে ডাঃ মোহাঃ কামরুজ্জামানের ব্যাপক পরিচিতি আছে। পাশাপাশি মেনেজেবল ক্ষমতার মাধ্যমে প্রশাসনিক ভূমিকার ক্ষেত্রে সকলকে নিয়ে সম্মিলিত ভাবে চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দক্ষতা ও যোগ্যতা বিরাজমান এই চিকিৎসকের ভিতর।   দৈনিক সকালের সময়ের একান্ত সাক্ষাৎকারে সিভিল সার্জন হিসেবে ডাঃ মোহাঃ কামরুজ্জামান চিকিৎসা সেবার মান উন্নয়নের ভূমিকা নিয়ে বলেন যে, চিকিৎসা সেবা এমন একটা পেশা যেখানে সাপোর্টিং জনবল পর্যাপ্ত ডাক্তার ও চিকিৎসা সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি সংকট থাকলে ইচ্ছা থাকলেও মানসম্মত  সেবা দেওয়া সম্ভব হয় না। এছাড়া চ্যালেঞ্জের মধ্যে তিনি মনে করেন চিকিৎসা সেবার ক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠান বিভিন্ন বেসরকারি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলো অন্যতম। কিন্তু সমস্যা জনবল সংকট ডাক্তার সংকট,নেই পর্যাপ্ত যন্ত্রপাতি,  পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সর্বোপরি ব্যাঙের ছাতার মত  একটি বাড়ি একটি ক্লিনিক নীতিতে গড়ে উঠেছে। এতে একদিকে যেমন চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে সরকার ও তার প্রকৃত ভ্যাট ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। সে কারণে তার অভিমত ব্যক্ত করে বলেন এ সকল প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক নির্দেশনার মাধ্যমে যাহাতে উপরোক্ত সমস্যা থেকে উত্তরণ করে প্রকৃত চিকিৎসা সেবার মান উন্নয়নে  ভূমিকা রাখতে পারে।এছাড়া সরকারি হাসপাতালগুলোতে অপারেশন থিয়েটার সংকট থাকায় পৃথক পৃথক ভাবে গাইনী, অর্থোপেডিকস এবং সার্জারি অপারেশনে ব্যহত হয়। একটি বিভাগের অপরেশনের জন্য আরেকটি বিভাগকে অপেক্ষা করতে হয়। এই সমস্যা নিরসনে  একাধিক অপারেশনের থিয়েটার এর প্রয়োজনীয়তা কথা ব্যক্ত করেন।  এছাড়া পোস্ট অপারেটিভ রোগীদের পর্যবেক্ষণের জন্য গুরুত্ব দেয়ার বিষয়ে পরিকল্পনা করবেন বলে অভিমত প্রকাশ করেন সিভিল সার্জন। 
অপর একটি প্রশ্নের জবাবে ডাক্তার কামরুজ্জামান বলেন, বর্তমানে পাঁচটি থানা স্বাস্থ্য কমপ্লেক্স   ও প্রাইভেট ক্লিনিক হাসপাতালগুলো কে একই ছাতার নিচে, একই লজিস্টিক সাপোর্টের মাধ্যমে  সামগ্রিক প্রচেষ্টাই সেবা দানের আশাবাদ ব্যক্ত করেন।  যাতে আলাদা আলাদা উপজেলা হিসাবে রোগীরা তার নিজ উপজেলাতে চিকিৎসা সেবা নিতে পারেন।  সামগ্রিক ফলাফলে ঝিনাইদহ জেলার রোগীদের ক্ষেত্রে যাতে ঢাকা মুখী না হতে হয় এবং নিজ জেলার অধীনে যে উপজেলার রোগী সেখানেই চিকিৎসা পায়,সেই লক্ষে কাজ করতে  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করার ইচ্ছা পোষন করেন  ডা: মোহাঃ কামরুজ্জামান।  দৈনিক সকালের সময় পত্রিকায় দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, প্রকৃত অর্থে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ডাক্তার, নার্স কিংবা টেকনিশিয়ানদের পাশাপাশি সকলকেই যার যার অবস্থান থেকে সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে, স্বাস্থ্য সেবার উন্নয়নে  ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মিডিয়ার যথেষ্ট ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পারি সেবা প্রদানের ক্ষেত্রে কোথায়, কোন সমস্যাগুলি হচ্ছে। পত্রপত্রিকা, বেতার, টেলিভিশনসহ বিভিন্ন সংবাদ মাধ্যম স্বাস্থ্যসেবার সঠিক চিত্র তুলে ধরায় সাধারণ মানুষ স্বাস্থ্য সবার উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপগুলি সম্পর্কে নিয়মিত জানতে পারছে। পাশাপাশি গণমাধ্যমের কল্যাণে অনিয়ম কিংবা যেকোনো ধরনের দুর্নীতি প্রমাণিত হলে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সহায়ক হয়। 

কমিউনিটি হেলথ সম্পর্কে ডা: মোহাঃ কামরুজ্জামান বলেন, কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটির লোকজনসহ যারা লিডার রয়েছেন তারা যদি স্বাস্থ্যসেবায় প্রত্যক্ষভাবে সঠিক ভূমিকা পালন করেন তাহলে সহজেই জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব। কিন্তু কোন কারনে স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারের নেয়া চলমান প্রক্রিয়া বাধাগ্রস্থ হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই সকলকে সচেতন থেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার বিষয়ে গুরুত্তারোপ করেন জেলার চিকিৎসা সেবার কর্ণধর সিভিল সার্জন ডাঃ মোহাঃ কামরুজ্জামান।  

মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, ইপিআই, ইমুনাইজেশন, নিউট্রেশন, প্রাইমারি হেলথ কেয়ারসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করার লক্ষ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যের যে রিফর্ম এটা নিয়েও গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে বলে জানালেন ডা: মোহাঃ কামরুজ্জামান আর এসব চেষ্টার ফলাফল সময়ের সাথে সাথে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিভিল সার্জন ডাঃ মোহাঃ কামরুজ্জামান। 

এমএসএম / এমএসএম

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী