বাকেরগঞ্জের ডিংগারহাট সেতু এখন মরণ ফাঁদ, দুর্ভোগ চরমে
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট খালের উপর নির্মিত আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জনগণের যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে নির্মিত সেতু আজ পরিণত হয়েছে মরণফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি এখনো পড়েনি সেতুটির জরাজীর্ণ অবস্থার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গারুড়িয়া ডিঙ্গারহাট খালের অবস্থিত সেতুটি প্রায় পাঁচ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি গারুড়িয়া ইউনিয়ন হয়ে কলসকাঠি ইউনিয়নের সাথে সংযোগ হয়েছে। সেতুর বিভিন্ন স্থানে সিমেন্টে ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, নিরাপত্তা রেলিং গুলো পাঁচ বছর আগেই ভেঙে পড়েছে। সেতুটিতে এখন মানুষ ও যান চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। যে কোন সময় সেতুটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে।
এই সেতুটিতে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এমন একজন ভুক্তভোগী বলেন, প্রতিদিন এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করি। সেতুটি দিয়ে অনেকেই পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তারা নেয়নি।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক লিটন শিকদার বলেন সেতুটির বিষয়ে আমি পিপিপির প্রধান নির্বাহী সচিব রফিকুল ইসলাম মহোদয়ের কাছে গিয়েছি তিনি সেতুর ব্যাপারে থানায় ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন ও সেতুটি বাস্তবায়ন করতে তিনি উপজেলা ইঞ্জিনিয়ার কে নির্দেশ দেন।
সরেজমিনে দেখা যায়, নড়বড়ে ও ভেঙে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের বেশির ভাগই ভেঙ্গে পড়েছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের ওপর কাঠের মাচা তৈরি করে বেঁধে দিয়েছে। সেতুর বিভিন্ন অংশের স্লিপার ভেঙ্গে গিয়ে ফাঁকা হয়ে গেছে। সেতুর ক্রস এ্যাঙ্গেল গুলো মরিচা ধরে বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। মানুষ নিরুপায় হয়ে সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইন আহমেদ জানান, সেতুটি নতুন প্রকল্পের মাধ্যমে দ্রুত নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!