ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শিবচরে লিভিয়া থেকে লাশ হয়ে ফিরলো রিফাত


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-৫-২০২৫ বিকাল ৫:১৯

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় লাশ হয়ে ফিরলো রিফাত। লিবিয়ার ট্রলার ডুবে নিখোঁজ হয় রিফাত তালুকদার। গত বছরের ১৮ ডিসেম্বর লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে যায় ট্রলার। এর প্রায় ৫ মাস পর রিফাতের মরদেহ ফিরেছে নিজ বাড়িতে। নিহত রিফাত মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের তালুকদার কান্দি গ্রামের হুমায়ুন তালুকদারের একমাত্র সন্তান।

ইতালি যাওয়ার জন্য ২০২৪ সালের অক্টোবর মাসে দেশ ছাড়েন তিনি। লিবিয়া গিয়ে দুই মাস অপেক্ষার পর ডিসেম্বর মাসের  ১৮ তারিখ সাগর পথে রওনা হন রিফাত। তবে ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে ডুবে যায় ট্রলার।

গুরুতর আহত হয় রিফাত। লিবিয়ার কোস্টগার্ড উদ্ধার করে লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন। তবে মারা যায় রিফাত। প্রায় ৭ মাস পর শনিবার(১০ মে) বিকেলে রিফাতের মরদেহ ফিরেছে নিজ বাড়িতে। রিফাতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত বছরের অক্টোবর মাসের দিকে দালালের মাধ্যমে লিবিয়ায় পৌছায় রিফাত তালুকদার। সেখানে দুই মাসের মতো অপেক্ষার পর ডিসেম্বর মাসের ১৮ তারিখে রিফাতসহ অভিবাসন প্রত্যাশীদের একটি ট্রলার ইতালির উদ্দেশ্যে রওনা দিলে ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে ডুবে যায়। এসময় মারা যায় অনেকে। আহতও হয়। গুরুতর আহতাবস্থায় লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেখানেই মৃত্যুবরণ করেন রিফাত। 

দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর চলতি বছর ২৫ রমজানে রিফাতের লাশের খোঁজ পায় তার পরিবার। পরিবার জানতে পারে, মরদেহ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে রয়েছে। এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি রিফাতের সন্ধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন রিফাতের পরিবার।

প্রতিবেশী কামরুল ইসলাম বলেন,'অবশেষে রিফাতের লাশ বাড়িতে এসে পৌছায়। ইতালি যাওয়ার পর দূর্ঘটনায় ওর মৃত্যু হয়। লাশ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে ছিল। লিবিয়ায় থাকা এলাকার প্রতিবেশিরা খোঁজ করলে রিফাতের সন্ধান পায়। পরে পরিবারকে জানালে রিফাতের পরিবার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।'

নিহত রিফাতের মামা হাবিব মুন্সী বলেন,'অনেক দিন রিফাতের কোন খোঁজ ছিল না। গত রমজানে আমরা জানতে পারি, ওর লাশ লিবিয়ায় আছে। এরপর লাশ আনার প্রক্রিয়া শুরু হয়। শনিবার বিকেলে লাশ আসে বাড়িতে।'

তিনি আরও বলেন,'আমার একটাই ভাগিনা ছিল। ওরে কোন ভাবেই বিদেশ যেতে দিতে রাজি ছিল না ওর বাবা-মা। এক রকম পাগলামি করে ও লিবিয়া যায়। বাড়িতে সহায়-সম্পত্তির অভাব নাই। তারপরও লিবিয়া হয়ে ইতালি যেতে পাগল হয়ে উঠে!শনিবার বাদ আছর জানাজা শেষে রিফাতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে সরিষার বাম্পার ফলন, হলুদের চাদরে হাসছে কৃষকের মুখ, ভিড় বাড়ছে পর্যটকদের

দুমকীতে অটো- টমটম সংঘর্ষে নিহত-২, আহত- ২

মেঘনায় বাল্কহেডের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

নড়াইলে আঞ্জুমান মুফিদুলের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

‎৮ দলীয় জোটের চট্টগ্রাম-১৩ আসনটি খেলাফত মজলিসকে ছেড়ে দেয়ার দাবি নেতাকর্মীদের

ঘন কুয়াশায় ঢাকা গ্রামীণ জনপদ, মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

আত্রাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি'র আনন্দ র‍্যালি

রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী শাওন গ্রেপ্তার

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা, বিএনপি নেতা নিহত

রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে দুই ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল

৯ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪