ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত মহিলা কর্মকর্তা রেশমা ইয়াসমিনকে লাঞ্চিতের অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ২:৫১

চাঁপাইনবাবগঞ্জে আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক রেশমা ইয়াসমিনকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে বিদায়ী সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জান মোহাম্মদের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার জেলা খাদ নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রেশমা ইয়াসমিন। অভিযোগে জানা গেছে, গত ৯ মে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন আতাউর রহমান। 

এর আগে ৮ মে জেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমানকে সদর উপজেলার পেয়িং অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়।

 তবে বদলীর আদেশের পর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদ গত ৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে আমনুরা খাদ্য গুদামে প্রবেশ করতে যান। এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক রেশমা ইয়াসমিন প্রবেশের কারণ জানতে চান। এতে অত্যন্ত রাগান্বিত হয়ে রেশমা ইয়াসমিনকে ধাক্কা দিয়ে সংরক্ষিত এলাকা খাদ্য গুদামে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জান মোহাম্মদ। পরে খাদ্য গুদামের অফিসে প্রবেশ করতে চাইলে বাধা দিলে সেখানেও তাকে ধাক্কা দিয়ে ফেলে অফিসে প্রবেশ করেন। একই সঙ্গে দেখে নেয়ার হুমকি দেন জান মোহাম্মদ। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে সহকারী খাদ্য পরির্দশক সালেমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছনার অভিযোগ রয়েছে জান মোহাম্মদের বিরুদ্ধে। এছাড়া সহকারী খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিকের সাথে দুব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সঠিকভাবে দায়িত্বপালনে অবহেলার পাশাপাশি তার আচরণ সরকারি কর্মচারীর শৃংখলা ভঙ্গের বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 

আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক রেশমা ইয়াসমিন বলেন, শারীরিকভাবে হেনস্থা ও অকথ্য ভাষায় গালিগালাজ শুনে অত্যন্ত মর্মাহত। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে এমন নির্যাতনের শিকার হওয়া নারী সত্ত্বার জন্য অত্যন্ত অবমাননাকর।

এসব বিষয়ে জান মোহাম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে রেশমা ইয়াসমিনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।আমার সম্মান ক্ষুন্ন করতে এ ধরনেে অভিযোগ করা হয়েছে।  তিনি বলেন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমি সেখানে বলেছি রেশমা ইয়াসমিন এর অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

 জান মোহাম্মদ এর কাছে বদলী হওয়ার পরেও কেন অনুমতি ছাড়া জোরপূর্বক অফিসে ঢোকার চেষ্টা করেন এ বিষয়ে জানতে চাইলে জান মোহাম্মদ বলেন আমি দায়িত্ব ভার হস্তান্তর করিনি এবং খাদ্য নিয়ন্ত্রণক এর মহাপরিচালক বরাবর বদলী বাতিলের আবেদন করেছি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ঊদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ