ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জুলাই বিপ্লবে আহত মনিরের দু’টি কিডনি অচল


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ৩:৫০

তরুণ সমাজসেবক - মানুষের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন সবসময়, এলাকার কেউ অসুস্থ হলে সবার আগে ছুটে যেতেন জুলাই আন্দোলনের আহত ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন মনির। বর্তমান তিনি খুব অসুস্থ, দু’টি কিডনি "ফেইলর" বিকল হয়ে পড়েছে। ফলে উদিয়মান স্বপ্ন এখন হাসপাতালের বেডে স্তব্ধ হয়ে পড়েছে। 

জুলাই আন্দোলনের পুরোটা জুড়ে ছিলেন সরব। গত ৫ই আগষ্ট বনপাড়া বাজারে জুলাই আন্দোলনের মিছিল করার সময় তাদের ওপর হামলা চালায় পতিত  সরকারের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ তার অনুসারীরা। এতে অন্যদের সাথে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন মনির। তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা শেষে ফিরে আসেন এলাকায়।

ফিরে এলেও তার ডান পায়ে আঘাতের যন্ত্রণা বহমান থাকে। চিকিৎসা চললেও ভালো হয়নি সেটা।

গিয়াস উদ্দিন মনির নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড মালিপাড়া এলাকার মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। বনপাড়া পৌরসভার সদ্য সাবেক জনপ্রিয় কাউন্সিলর ছিলেন তিনি।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল মনির হঠাৎ অসুস্থতা বোধ করলে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে ২৯ এপ্রিল এয়ার এম্বুলেন্স করে ঢাকা ইবনে সিনা হাসপাতাল কল্যানপুর শাখায় স্থানান্তর করা হয়। সেখানেই তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফ বিন মিজানের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। 

চিকিৎসক সূত্রে জানা যায়, মনিরের ডান পায়ে আঘাত জনিত কারণে দীর্ঘদিন থেকে ব্যথা এবং পরবর্তীতে "সেলুলাইটিস'' হয়ে যায়। যার ফলে কিডনি আক্রান্ত হয় এবং কিডনি "ফেইলর" হয়ে যায়। তার উন্নত চিকিৎসার জন্য কিডনি, রক্ত, সার্জারি ও হৃদরোগ বিশেষজ্ঞদের বোর্ড গঠন করেন চিকিৎসকবৃন্দ। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কিডনির উন্নত চিকিৎসার জন্য গত রোববার "বায়োপসি" পরীক্ষা করা হয়। "বায়োপসি" রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মনির বলেন, আল্লাহ আমাকে সুস্থ করেন, তবে আমি সুস্থ হয়ে আবার মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। তাই তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

মনিরের বড় ভাই সাবেক বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বড়াইগ্রাম-গুরুদাসপুর নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন , জুলাই বিপ্লব ও পরবর্তী সময় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে মনির অনেক ব্যস্ত হয়ে পড়ে। ফলে তার অসুস্থতার বিষয়ে নিজে এবং আমরা নজর দেওয়ার সুযোগ পাইনি। সকলের নিকট দোয়া চাই আমার ছোট ভাই মনির যেন দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসে।

এমএসএম / এমএসএম

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি