পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপসহ ৯ দফা দাবি রাবি সংস্কার আন্দোলনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগসহ ৯ দফা দাবি জানিয়েছে রাবি সংস্কার আন্দোলন। সোমবার (২৫মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা। এসময় তাঁরা আগামী ২০ জুন পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেন।
তাদের অন্য দাবিগুলো হলো- ক্যাম্পাসে সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে ৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে কার্যকর, প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা, ডাইনিং এ মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি প্রদান, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর এবং রাকসুর তফসিল অনতিবিলম্বে ঘোষণা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র সালাউদ্দিন আম্মার বলেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ,শিক্ষার্থীবান্ধব ও সমতা ভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করেছে। দীর্ঘদিন ধরে এ বিশ্ববিদ্যালয় অব্যবস্থা,অবহেলা ও সংকটে জর্জরিত। ক্যাম্পাসের বহুমুখী সমস্যা নিয়ে আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরে এসেছি। আগামী ২০ জুন পর্যন্ত আমরা সময়সীমা বেধে দিয়েছি। এসময়ের মধ্যে যদি আমরা প্রশাসনের সাড়া না পাই তাহলে ২১শে জুন থেকে ২৮শে জুন পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহন করব। যার মধ্যে থাকবে প্রতিটি হলে, প্রতিটি বিভাগে জনসংযোগ ও লিফলেট বিতরণ ও দেওয়ালি লিখন। ২৯ জুন থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 'মার্চ ফর আওয়ার রাইটস' কর্মসূচিতে অংশগ্রহণ করবে, যা হবে আন্দোলনের চূড়ান্ত রূপ। এই কর্মসূচির আওতায় সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন এবং দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন মাঠ পর্যায়ের চুড়ান্ত কর্মসূচি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আম্মার বলেন, 'বিশ্ববিদ্যালয়ে গুটিকয়েক সিসি ক্যামেরা রয়েছে।যা কোনো সমস্যা ছাড়া প্রক্টর অফিস কখনো নজরদারি করে না। আমরা চাই পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সার্বক্ষণিক নজরদারির মধ্যে নিয়ে আশা হোক।'
এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
