সুন্দরবন থেকে অবৈধ উপায়ে শিকার করা হচ্ছে চিত্রা হরিণ
বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত, সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন বিশ্বের বৃহত্তম অখন্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। তবে এই সুন্দরবন থেকে চোরা শিকারীরা ও বনদস্যু দল যেভাবে হরিণ শিকার করে যাচ্ছে, একসময় সুন্দরবনে হরিণ শুন্যর কোটায় নেমে আসতে পারে বলে অভিযোগ স্থানীয়দের।
গত বুধবার উপকূল এলাকার স্থানীয় জেলেদের নিকট হরিণ শিকার বিষয়ে জানত চাইলে ওই জেলে বলেন গত এক সপ্তাহ হল জিফ্রি ছিলাম সুন্দরবনের বনদস্যুর কবলে, তবে প্রতিদিন একটা অথবা দুইটা করে হরিণ শিকার করেন বনদস্যুদল এমনকি হরিণের মাংস ছাড়া একদিনও ভাত খাননা ওই দস্যুদল। হরিণ শিকার বিষয়ে শিকার চক্রদলের সাথে কথা বললে বেশ কিছু তথ্য বের হয়ে আসে, গাবুরার একটি শিকার চক্রের সাথে এবিষয়ে জানতে চাইলে শিকারী চক্রের সদস্য বলেন জলবায়ু পরিবর্তনের কারণে পানিতে লবণ বৃদ্ধি হওয়ায় এলাকায় ফসল উৎপাদন যেমন হচ্ছে না তেমনি মৎস্য ঘেরে ও মাছ হচ্ছে না।
জীবন জীবিকার তাগিদের সুন্দরবনে হরিণ শিকার করি। কিভাবে হরেন শিকার করে জানতে চাইলে শিকারিরা বলে, ফাঁদ পেতে প্রতিদিন দুই অথবা তিনটা হরিণ শিকার করে থাকি। এখন নতুন কৌশল বের হয়েছে এমন প্রশ্নের জবাবে শিকারীরা বলেন, হা নতুন কৌশল বের হয়েছে সেটি হচ্ছে সুন্দরবনের ভিতরে দাউন দড়ি দিয়ে হরিণ শিকার করা খুবই সহজ। সুন্দরবন থেকে যুক্ত হয়েছে বাংলাদেশ ও ভারত যে নদীগুলো সেই নদী গুলোর মধ্যে রয়েছে, রায়মঙ্গল নদী যে টা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার সীমান্ত ঘেঁসে প্রবাহিত হয়েছে। হেগলগঞ্জের ইছামতি নদী কয়েকটি জলধারায় বিভক্ত হয়েছে, এরমধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে রায়মঙ্গল নদী, কালন্দি নদী এবং যমুনা নদী।
সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সূত্রে জানা যায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের উপরিভাগে নদী ও মালপাড় থেকে ম্যানগ্রোভ পূর্ণ উদ্ধার করতে সুন্দরবনের খালের পাশে লাগানো হচ্ছে বিভিন্ন গাছের চারা। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাঁদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবনাক্তাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির ৩১.১ শতাংশ অর্থাৎ ১.৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ী, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। এ বনভূমিটি সুনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত এই সুন্দরবন। আর এই সুন্দরবন থেকে প্রতিনিয়ত বনদস্যু চক্রটি ২ থেকে ৩ টি হরিণ শিকার করে থাকে বলে জানযায়। স্থানীয়দের তথ্য মতে সুন্দরবন থেকে যেভাবে হরিণ শিকার হচ্ছে, এভাবেই যদি হরিণ শিকার চক্র হরিণ শিকার করে চলে তবে এমন একটি সময় আসবে সুন্দরবননে হরিণ শূন্য হয়ে পড়বে।
এ বিষয়ে বন কর্মকর্তার কাছে জানতে চাইলে বনকর্মকর্তা বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকা জুড়ে হরিণ শিকারি চক্র নতুন কোন সমস্যা না, সুন্দরবন যতদিন থাকবে ততদিন এই হরিণ শিকার চক্রগুলো অবৈধ উপায়ে বনবিভেগের চোখ ফাঁকি দিয়ে শিকার করার চেষ্টা করে যাবে। তবে ওই কর্মকর্তা আরো বলেন হরিণ শিকারচক্র গুলো ধরতে আমরা প্রতিনিয়ত টহল কার্যক্রম অবহতি রেখেছি, কোনভাবেই এই শিকারি চক্রগুলো সুন্দরবন থেকে হরিণ শিকার করতে না পারে। দীর্ঘদিন যাবত বন বিভাগ হরিণ শিকার প্রতিরোধে কাজ করে যাচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে কিছু অসাধুচক্র সুন্দরবনের জীবচিত্র কে ধাংস করছে এমন অভিযোগ পাওয়া গেছে। হরিণ শিকার প্রতিরোধ করার জন্য অত্র রেঞ্জের আওতাধীন সুন্দরবন সংলগ্ন স্টেশন ও টহলফাঁড়ীর কর্মকর্তা কর্মচারী ও সিপিজির সদস্যদের সমন্বয়ে দীর্ঘদিন যাবত সার্বক্ষণিক বনঞ্চল ও বাউন্ডারি এলাকা টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন
আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন
বরগুনায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
শার্শায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আবুল কালাম গনসংযোগ মাঠে ঘাটে নির্বাচনী আমেজ
গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে- গোপালগঞ্জে ১৫ মাসে মামলা এক হাজার ছাড়াল
মধুখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কালিগঞ্জ কৃষ্ণনগর চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী
দল যাকে মনোনয়ন দিবে"তার পক্ষে কাজ করতে হবে: এস এম মামুন মিয়া
সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত