ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বেনাপোল কাস্টমস হাউসে কর্মবিরতি প্রত্যাহারে শুল্কায়নে উপচে পড়া ভিড়


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:৩১

এনবিআর বিলুুপ্তি করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবি আন্দোলন স্থগিত করায় টানা নয় দিন কর্মবিরতির পর বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। ফলে উপচে পড়া ভিড় জমেছে প্রতিটি শাখায় শাখায়। 
সোমবার (২৬ মে) সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউজে পূর্বের ন্যায় শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনীসহ অধিকাংশ দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয় একমত হওয়ায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা আন্দোলন স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এদিকে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার করায় বেনাপোল কাস্টমস হাউজে সকাল থেকে পুরোদমে শুল্কায়নের কাজ চলছে। ফিরে এসেছে পূর্বের ন্যায় কর্ম চাঞ্চল্য। স্বস্তি পেয়েছে আমদানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে অনেকদিন পর শুল্কায়নের কাজ শুরু হওয়ায় কাস্টম হাউসের সকল গ্রুপে ফাইল জট সৃষ্টি হয়েছে। তবে কর্মকর্তারা দ্রুত শুল্কায়ন করছে হচ্ছে বলে সিএ্যান্ডএফ কর্মকর্তার জানিয়েছে। 
জানা গেছে, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে একটানা গত ১৪ মে থেকে ২৬ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। তবে শুক্রবার বন্ধ এবং ২০ মে ও ২২ মে কর্ম বিরতি ছিল না। কর্মবিরতি চলাকালে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য সচলসহ পাসপোর্ট যাত্রীসেবা স্বাভাবিক ছিলো। 
আমদানিকারক সালেহ উদ্দীন বলেন, এনবিআরের রাজস্ব সংস্কারের দাবি আদায়ের ফলে অনেক আমদানিকারকরা প্রতিদিন ক্ষতিগ্রস্থ সহ লোকসান গুনতে হয়েছে। কাস্টমস হাউজে পূর্বের ন্যায় শুল্কায়ন কার্যক্রম শুরু করায় তাদের মধ্যে সস্তি ফিরে এসেছে। ঈদের আগে পণ্যে খালাশ করে দ্রুত গোডাউনে পৌছাতে না পারলে আরও ক্ষতির সম্মুখিন হতে হবে। 
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করায় বেনাপোল কাস্টম হাউসে সকাল থেকেই সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হয়েছে। দ্রুত আমদানিপণ্যের শুল্কায়ন করা হচ্ছে। কিছু কিছু গ্রুুপে কাজের খুব চাপ। সেখানে অতিরিক্ত লোক দিয়ে কাজ শেষ করা হচ্ছে। অযথা সময়ক্ষেপণ যেন না হয় সেটিও তদারক করা হচ্ছে। তাছাড়া প্রতিটি শাখায় দ্রুত কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার