ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বেনাপোল কাস্টমস হাউসে কর্মবিরতি প্রত্যাহারে শুল্কায়নে উপচে পড়া ভিড়


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:৩১

এনবিআর বিলুুপ্তি করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবি আন্দোলন স্থগিত করায় টানা নয় দিন কর্মবিরতির পর বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। ফলে উপচে পড়া ভিড় জমেছে প্রতিটি শাখায় শাখায়। 
সোমবার (২৬ মে) সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউজে পূর্বের ন্যায় শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনীসহ অধিকাংশ দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয় একমত হওয়ায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা আন্দোলন স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এদিকে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার করায় বেনাপোল কাস্টমস হাউজে সকাল থেকে পুরোদমে শুল্কায়নের কাজ চলছে। ফিরে এসেছে পূর্বের ন্যায় কর্ম চাঞ্চল্য। স্বস্তি পেয়েছে আমদানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে অনেকদিন পর শুল্কায়নের কাজ শুরু হওয়ায় কাস্টম হাউসের সকল গ্রুপে ফাইল জট সৃষ্টি হয়েছে। তবে কর্মকর্তারা দ্রুত শুল্কায়ন করছে হচ্ছে বলে সিএ্যান্ডএফ কর্মকর্তার জানিয়েছে। 
জানা গেছে, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে একটানা গত ১৪ মে থেকে ২৬ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। তবে শুক্রবার বন্ধ এবং ২০ মে ও ২২ মে কর্ম বিরতি ছিল না। কর্মবিরতি চলাকালে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য সচলসহ পাসপোর্ট যাত্রীসেবা স্বাভাবিক ছিলো। 
আমদানিকারক সালেহ উদ্দীন বলেন, এনবিআরের রাজস্ব সংস্কারের দাবি আদায়ের ফলে অনেক আমদানিকারকরা প্রতিদিন ক্ষতিগ্রস্থ সহ লোকসান গুনতে হয়েছে। কাস্টমস হাউজে পূর্বের ন্যায় শুল্কায়ন কার্যক্রম শুরু করায় তাদের মধ্যে সস্তি ফিরে এসেছে। ঈদের আগে পণ্যে খালাশ করে দ্রুত গোডাউনে পৌছাতে না পারলে আরও ক্ষতির সম্মুখিন হতে হবে। 
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করায় বেনাপোল কাস্টম হাউসে সকাল থেকেই সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হয়েছে। দ্রুত আমদানিপণ্যের শুল্কায়ন করা হচ্ছে। কিছু কিছু গ্রুুপে কাজের খুব চাপ। সেখানে অতিরিক্ত লোক দিয়ে কাজ শেষ করা হচ্ছে। অযথা সময়ক্ষেপণ যেন না হয় সেটিও তদারক করা হচ্ছে। তাছাড়া প্রতিটি শাখায় দ্রুত কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন