তালায় মরা নারকেল গাছ নিয়ে লঙ্কাকান্ড

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামে মাত্র ৬শ টাকা মূল্যের একটি মরা নারকেল গাছ নিয়ে দুই ভাইয়ের বিরোধ। আর এই বিরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনাও হয়েছে। অভিযোগ করেছে বিভিন্ন সরকারী দফতরে। আর মিমাংসা করতে যেয়ে বিপাকে পড়েছে স্থানীয় এক বিএনপির কর্মী। ঘটনাটি উপজেলার ইসলামকাটি গ্রামে। একই গ্রামে বসবাসকারী প্রতিবেশী জামাল শেখ,সামছুর রহমান,সখিনা খাতুন জানান,দীর্ঘদিন ধরে ইসলামকাটি গ্রামে তুষার কাান্তি তার ভাই মনি কান্তির বিরোধ চলে আসছিল। সম্প্রতি মনি কান্তির লোকজন মরা একটি নারকেল গাছ কাঁটতে যায়। এ সময় তুষার কান্তি বহিরাগত লোকজন নিয়ে বাঁধা দেয়। এ ঘটনায় মনি কান্তি তার ধরম ছেলে আব্দুর রউফ সরদারকে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে পাঠায়। আব্দুর রউফ ঘটনা স্থলে গেলে সেখানে আব্দুর রউফের উপর চড়াও হয় তুষার কান্তির লোকজন। এ ঘটনায় মনি কান্তি ও তুষার কান্তির লোকজনের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ক্ষতিগ্রস্ত মনি কান্তির ছেলের স্ত্রী শুক্লা হরি ও তার পিতা সুনিল চন্দ্র প্ররমানিক ও পিযুস কান্তি জানান,আমাদের অভিভাবক মনি কান্তি আমেরিকায় থাকেন,আমরা চাকরী জীবি হওয়ায় ঢাকায় থাকি । যার কারনে আমাদের শরীক তুষার কান্তি পরিবার সমস্থ জায়গা জমি জবর দখল করে রেখেছে। জমিজমা ফিরে পাওয়ার জন্য তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচার দাবী করেছেন। তবে তুষার কান্তি আবার উল্টো বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন বলে জানান। যারা মনি কান্তির পক্ষে কথা বলে তাদের নামে তুষার কান্তির লোকজন অভিযোগ করে তাদের বিভিন্ন হামলা মামলার স্বীকার হতে হয়। এমনই ভাবে সঠিক বিচার করতে এসে তাদের ধরম ভাই আব্দুর রউফ রোষানলে পড়েছেন। বিভিন্ন দফতরে অভিযোগও করেছেন। বিগত সরকারের আমলে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। এখন আমাদের সম্পত্তি ফেরত পেতে চাইলে হামলা ও মামলা দিচ্ছে। উল্টো হয়রানী মুলক অভিযোগ করছে বিভিন্ন দফতরে । যার কারনে আমরা জীবনের দারুণ নিরাপত্তাহীনতায় ভুঁগছি। যে কোন সময় আমাদের জানমালের ক্ষতি হতে পারে। তুষার কান্তির ছেলে আশিষ হরি জানান,তাদের পরিবারে জমিজমা নিয়ে বিরোধ আছে। বাহির লোকজন হস্তক্ষেপ করায় আমরা সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করেছি।এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান,এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।
এমএসএম / এমএসএম

'যারা আন্দোলন করে জেলে ছিলো, তাদেরও গায়ের জোরে জেলে পাঠানো হচ্ছে' - নাছির উদ্দিন

আশুগঞ্জের টোলপ্লাজায় ভারতীয় ২ হাজার ৫শ কেজি গরুর মাংসসহ দু’জন আটক

ঢাকায় নবীনগর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

জামগড়া আর্মি ক্যাম্প পরিচালিত অভিযানে কিশোর গ্যাং সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে

কাউনিয়ায় নবগঠিত প্রেসক্লাবের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত

গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা

ঘোড়াঘাটে প্রকাশ্যে চলছে জুয়ার আসর, উৎকণ্ঠায় এলাকাবাসী

স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে বসে মাদক সেবনের গুরুতর অভিযোগ

বর্জ্য নয়, মাছের আঁইশে সম্ভাবনার দ্বার খুললেন তরুণ উদ্দোক্তা ইমরান

নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ

রায়গঞ্জে যুব লীগ নেতার বিরুদ্ধে জমি বে দখলের অভিযোগ
