ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

টেক্সবিজ ২০২৫-এর চ্যাম্পিয়ন আইইউটি'র দল


রাতুল সাহা, বুটেক্স photo রাতুল সাহা, বুটেক্স
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ১:২৪

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘টেক্সবিজ ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল। এতে চ্যাম্পিয়ন হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি টিম 'কেইস ক্লোজড ক্রু'।

৩০ মে (শুক্রবার) বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই চূড়ান্ত পর্ব, যেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও আমন্ত্রিত অতিথিরা।

প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০০টি দল রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ১৭টি দল সেমিফাইনাল এবং ৬টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। চূড়ান্ত পর্বে ৩টি দলকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানারআপ ঘোষণা করা হয়। এছাড়া চূড়ান্ত পর্বের আরো একটি দলকে ইমার্জিং টিম ঘোষণা করা হয়।

সকাল ৯টা থেকে শুরু হয় সেমিফাইনাল রাউন্ড। দুপুর ৩টা থেকে পোস্টার প্রেজেন্টেশন ও আর্টিকেল রাইটিং সেগমেন্ট এবং কেস কম্পিটিশনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় এবং রাত ৯টায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। কেস কম্পিটিশনে ১ম রানারআপ হয় টিম ট্রেইলব্লেজারস এবং ২য় রানারআপ হয় টিম ঝালমুড়ি।
এছাড়া আর্টিকেল রাইটিং বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুয়েটের রোয়াইদা বিনতে আলি এবং পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বুটেক্সের 'টিম ফিউশন'।

প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন উপস্থিত ছিলেন। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক ইঞ্জি. আ স ম হাফিজুর রহমান নিক্সন, মাসকো গ্রুপের মার্কেটিং ও মার্চেন্ডাইজিং-এর জেনারেল ম্যানেজার শেখ মামুন ফেরদৌস, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড সুবাহ আফরিন এবং লাইটক্যাসেল পার্টনারস এর সিনিয়র বিজনেস কনসালটেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ওমর ফারহান খান। 

অনুষ্ঠানটি নিয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি আনান সরকার ফিজা বলেন, “বুটেক্স বিজনেস ক্লাব সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। দীর্ঘ ৬ বছর পর আয়োজিত টেক্সবিজ এর এবারের সংস্করণও তার ব্যতিক্রম নয়। আমার বিশ্বাস আজকের ইভেন্টে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পেরেছে।''

সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, “টেক্সবিজ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের এক চমৎকার প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করে, আত্মবিশ্বাস ও বিশ্লেষণী ক্ষমতা আরও শানিত করতে পেরেছে। ভবিষ্যতেও আমরা চাই এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জগতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়ে উঠুক।”

উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর বুটেক্স বিজনেস ক্লাব কর্তৃক টেক্সবিজ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

শেকৃবিতে পরীক্ষা না দিয়েও পাশ: সাংবাদিকদের হস্তক্ষেপে ফলাফল সংশোধন

ইবিতে সমকামিতার অভিযোগে শিক্ষক বরখাস্ত

চাকসুর নাম 'জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার' রাখলো চবি শিক্ষার্থীরা

দ্রত সময়ে টিএসসি স্থাপনসহ ৭ দফা দাবিতে চবি শিবিরের সংবাদ সম্মেলন

চাকরীর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চবির অফিস সহকারী

খাবারের মান যাচাইয়ে ক্যান্টিনে ডিআইইউ প্রক্টোরিয়াল টিমের অভিযান

ডিআইইউ-তে "বিল্ডিং ইনফরমেশন মডেলিং" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চবি হিস্ট্রি ক্লাবের নেতৃত্বে মাহিম-জোবায়েদ

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে সেশনজট নিরসনে ভিসির মতবিনিময়

সাপ, মশা আর দুর্গন্ধের সঙ্গে শিক্ষার্থীদের যুদ্ধ

বিশ্ববিদ্যালয়ের বাসে মাওয়া ভ্রমণ, আপত্তি অন্য রাজনৈতিক দলের, এনসিপি নেতা আশিকের রাজনৈতিক প্রভাব?