ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিমানে কেবিন ক্রু নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:৩২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু নিয়োগ পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মেধার মূল্যায়ন না করে টাকার বিনিময়ে  অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র এ বিএম রওশন কবীর বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেভাবে কাজ করবো। এর বাইরে এখেই এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছেলে ৫০ ও মেয়ে ৫০ মোট ১০০ জন কেবিন ক্রু নিয়োগের সার্কুলার প্রকাশ করে। এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৮ মার্চ। মৌখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৭ মে। এ নিয়োগে সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০৩ জন। এর মধ্যে ২৫২ জন ছেলে আর ১২৪ জন মেয়ে। গত ২৭ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বিমান। এই ফলাফলে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, মৌখিক পরীক্ষায় দায়সারা ও অসম্পূর্ণ মূল্যায়ন করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ভাইভা এক-দুই মিনিটে শেষ করে দেওয়া হয়েছে— যা যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে অপ্রতুল ও অগ্রহণযোগ্য।  লিখিত পরীক্ষায় তুলনামূলকভাবে কম নম্বরপ্রাপ্তদের মেধা তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা সত্যিকারের মেধাবীদের প্রতি অবিচার।  বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে কিছু প্রার্থীকে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন অনুত্তীর্ণ প্রার্থী।  তারা বলেন, সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের ভাইভা গ্রহণের এখতিয়ার নেই। অথচ তিনি নিজের প্রভাব খাটিয়ে বোর্ড গঠন করে ভাইভা পরিচালনা করেছেন। বয়স ও শিক্ষাগত যোগ্যতার জালিয়াতি পাওয়া সত্ত্বেও কিছু প্রার্থীকে তালিকাভুক্ত করা হয়েছে।  কিছু প্রার্থীকে কোনও প্রশ্ন না করেই ভাইভায় উত্তীর্ণ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। ভাইভা বোর্ডে সদস্য মনোনয়নে স্বচ্ছতা ছিল না এবং অডিও-ভিডিও রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা ছিল না।

উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থী মামুনুর রশীদ, বনক রহমান, রাসেল ইসলাম বলেন, আমরা যে মৌখিক পরীক্ষা দিতে এসেছি, তা মনে হয়নি। যাচ্ছেতাই একটা বিষয় ছিল। তারা যে পূর্বে থেকে পেইডকে নিয়োগ দেবে, সেটা আমরা বুঝতে পারি। ফলাফলে ওটাই আসলো।

তারা বলেন, ভাইভায় ডেকে অনেককে কিছু জিজ্ঞাসা না করেই বের করে দেওয়া হয়েছে। আবার অনেককে বাবা-মায়ের নাম জিজ্ঞাসা করেই বের করে দেওয়া হয়েছে। অনুত্তীর্ণ এই তিন প্রার্থী জানান, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা আসলে কতটুকু মেধাসম্পন্ন তদন্ত করলেই বেরিয়ে আসবে।

তারা বলেন, এ বিষয়ে ইতোমধ্যে আমরা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আমরা জানিয়েছি। রবিবার তার কাছে লিখিত আকারে জানাবো।

তারা বলেন, আমরা চারটি দাবির কথা করছি। দাবিগুলোর মধ্যে রয়েছে— অনিয়মিত ও পক্ষপাতমূলক বর্তমান ভাইভা বোর্ড ও তার ফলাফল বাতিল ঘোষণা করতে হবে। নিরপেক্ষ, পেশাদার ও বহুমাত্রিক (মাল্টি ডিসিপ্লিনারি) সদস্য নিয়ে একটি নতুন ভাইভা বোর্ড গঠন করে পুনরায় মৌখিক পরীক্ষা নিতে হবে। অর্থনৈতিক ও প্রশাসনিক অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তি-নির্ভর রেকর্ডিং ব্যবস্থা চালু করতে হবে।

এসব অভিযোগের বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শাফিকুর রহমানের সাথে মোবাইলে জানতে চাইলে তিনি রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ