সাঁথিয়ায় চাঁদা না দেওয়ায় রাইচ মিলে ভাঙচুর-লুটপাটরে অভিযোগ যুবলীগ-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজারে চাঁদা না দেওয়ায় বিএনপি সর্মথক রফিকুল ইসলাম পলাশ নামে এক ব্যবসায়ীর রাইচ মিলে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটরে অভিযোগ উঠেেছ স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতা ও তাদের সর্মথকদরে বিরুদ্ধে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। ২৬ মে সন্ধ্যার পর হামলার এ ঘটনায় ২৮ মে থানায় মামলা দায়ের করছেনে ভুক্তভোগী ব্যবসায়ী।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন-সাঁিথয়া উপজেলার ধোপাদহ ইউনিয়রেন এক নম্বর ওর্য়াড যুবলীগরে সভাপতি ও ইউপি সদস্য ইসরাফিল প্রামানিক (৪০), নিষিদ্ধ ঘোষিত ধোপদহ ইউনিয়ন ছাত্রলীগরে সাধারণ সম্পাদক মিঠু (৩৫)। এছাড়াও আওয়ামীলীগ-ছাত্রলীগ সমর্থক ১৭ জন নামীয় এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপি সর্মথক ব্যবসায়ী রফিকুল ইসলাম পলাশরে কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করনে যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য ইসরাফিল প্রামানিক। কিন্তু তিনি চাঁদা দিতে রাজী হননি। গত ২৬ মে সন্ধ্যা সোয়া সাতটার দিকে যুবলীগ নেতা ইসরাফিল, ছাত্রলীগ নেতা মিঠু তাদের দলবল নিয়ে অস্ত্র শস্ত্রসহ ব্যবসায়ী রফিকুল ইসলাম পলাশরে মালিকানাধীন বিশ্বাস রাইচ মিলে গিয়ে আবারও চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা মিলের সামনে থাকা তিনটি মোটরসাইকলে ভাঙচুর করে।
এছাড়া রাইচ মিলের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুৃর চালায়। তাদের বাধা দিতে গেলে চারজনকে পিটিয়ে আহত করে। পরে ককটলে বিস্ফোরণ ঘটিয়ে মিলের ভেতর থেকে চার বস্তা সরিষাসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর সাত লাখ টাকার ক্ষতিসাধন হয়েেেছ বলে দাবি করেছেন।মামলার এজাহারে উল্লখে করা হয়েেেছ অভিযুক্ত যুবলীগ নেতা ইসরাফিল ঢাকার পল্টন থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলা এবং সাঁথিয়া থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও তার রিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজী ও ছিনতাইয়ের একাধকি অভিযোগ রয়েছে।
মামলার বাদি রফিকুল ইসলাম পলাশ বলেন, ‘ইসরাফিল মেম্বার সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তিন লাখ টাকা চাঁদা না দেওয়ার কারণে সে তার লোকজন নিয়ে আমার রাইচ মিলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ছে। এ ঘটনায় মামলা দায়ের করেছি। কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।’
নন্দনপুর বাজার বণিক সমতিরি সভাপতি আলী মর্ততুজা বলেন, ‘নন্দনপুর বাজারে রফিকুল ইসলামরে রাইচ মিলে যে হামলা ভাঙচুররে ঘটনা ঘটেছে তাতে বাজারে ব্যবসা বাণিজ্যেরে শৃঙ্খলায় বিঘ্ন্ন ঘটছে। এ ধরণের কার্যকলাপ আমরা চাই না। যারা এরকম হামলার ঘটনা ঘটিয়েছে তাদরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণরে দাবি জানাই।’
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা ও ইউপি সদস্য ইসরাফিল প্রামানিক বলেন, ‘ওইদনি সন্ধ্যার পর আমার ওর্য়াডের একটি ঝামেলায় ছিলাম। রফিকুলরা আমার ছোট ভাই মিন্টুর বিকাশের দোকানে গিয়ে অতর্কিত হামলা, মারধর ও লুটপাট করছে। ফোন পেয়ে দ্রুত চলে এসে দেখি ওরা নাই, চলে গেছে। পুলিশ আসার পর সবার সাথে কথা বলি ও আমাদে লোকজনকে নিয়ে অন্যদিকে চলে যাই। পরে ওরা নিজেদের মিল ও মোটরসাইকলে নিজেরাই ভাঙচুর করে আমাদের আওয়ামীগ লীগ সমর্থিত বানিয়ে আমাদরে নামে মিথ্যিা মামলা করেছে। আমরাও আমাদের ছোট ভাইকে মারধর ও তার দোকান ভাঙচুর লুটপাটরে ঘটনায় মামলা করেছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বচিার চাই।’
এ বষিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আনছিুর রহমান বলেন, ‘পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাট নিয়ে উভয়পক্ষ থানায় গত ২৮ মে পৃথক মামলা দায়ের করেছেন। রফিকুলের মামলায় ১৭ জন এবং রুহুল আমিন মিন্টুর মামলায় ৮ জনকে আসামি করা হয়ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
