ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঈশ্বরদীর ইপিজেডে ডায়রিয়ায় নারীর মৃত্যু, শত শত শ্রমিক হাসপাতালে


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৫:৪

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বিভিন্ন কারখানায় বিষাক্ত পানি পান করে অসুস্থ হওয়া প্রায় সাড়ে ছয়শত শ্রমিকের মধ্যে দু’জন মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যেনাকানো কারখানার স্যুইং সুষ্মিতা খাতুনের(২৫)মৃত্যু হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় তার ঈশ্বরদীর জামতলাস্থ বাসায়। এর আগের দিন রবিবার মধ্যরাতে আইএইচএম নামক কারখানার অপারেটর কনা খাতুনের(২৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের খমিন ইসলামের স্ত্রী এবং ১ সন্তানের জননী। এদিকে দু’নারী শ্রমিকের মৃত্যু এবং প্রত্যেকটি কারখানার  শ্রমিকদের পর্যায়ক্রমে অসুস্থ হওয়ার বিষয়টি নিয়ে অসুস্থ শ্রমিক ও এলাকার সচেতন মহলের মধ্যে সংশ্লষ্ট দায়িত্বশীলদের ব্যাপক অবহেলা ও দায়িত্বহীনতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ইপিজেডের নির্বাহী পরিচালক ও মৃত্যু হওয়া শ্রমিক পরিবারের দেওয়া তথ্যসূত্রে এই মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়াগেছে। ওই নারী শ্রমিক কনার স্বামী খমিন ইসলাম একই কোম্পানিতে কমর্রত রয়েছেন। খমিন ইসলাম জানান, শনিবার দুপুরে কোম্পানিতে খাবার ও পানি খাওয়ার পর থেকে কণার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপরও অসুস্থ শরীর নিয়ে রবিবার সে কর্মস্থলে যায়। সেখানে সে আরও অসুস্থ হয়ে পড়লে ইপিজেডের মেডিকেল সেন্টারে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। কণা কিছুটা সুস্থ হলে সন্ধ্যায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রাতে তার অবস্থা খারাপ হতে থাকে, হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাড়িতেই কণার মৃত্যু হয়। 
এর আগে গত বৃহস্পতিবার ইপিজেড এর রেনেসা বারিন্ড,অস্কার,ভিনটেজ ডেনিম স্টুডিওসহ প্রায় ২৪ টি কারখানায় পর্যায়ক্রমে দুপুরের খাবারের পর কারখানার পানি খাওয়ার পর থেকে পেট ব্যথা, পাতলা পায়খানা, জ্বর, বমি ও মাথা ব্যথায় শ্রমিকরা অসুস্থ হতে শুরু করে। পরে মধ্যরাত থেকে শুক্রবার, শনিবার এবং রবিবারও শত শত শ্রমিক পেটের সমস্যা ও ডায়রিয়া নিয়ে চিকিৎসা নিতে ইপিজেডের মেডিকেল সেন্টার, ঈশ্বরদী হাসপাতাল,লালপুর হাসপাতাল,পাবনা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে আসেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেলেও তারা সুস্থ্য হতে পারেননি। ইপিজেডের পানি পান করে রেনেসাঁ, নাকানো, এ্যাবা ও রহিম আফরোজ, আইএইচএম, স্টিল হেয়ার, অস্কার বাংলাসহ কয়েকটি কোম্পানির শত শত শ্রমিক প্রথমে অসুস্থতার শিকার হয়েছেন। পরে সকল কারখানার শ্রমিকরা পর্যায়ক্রমে অসুস্থ হয়ে শ্রমিকরা ইপিজেডের মেডিকেল সেন্টার ও ঈশ্বরদী হাসপাতাল,লালপুর হাসপাতাল,পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসব হাসপাতালে বর্তমানে তিল ধারণের জায়গা নেই। স্যালাইন লাগিয়ে রোগীরা বেড সংকুলান না হওয়ায় বারান্দা, করিডোর ও সিঁড়িতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মে থেকে ৩রা জুন দুপুর পর্যন্ত পয়ঃজনিং ও ডায়ারিয়ায় আক্রান্ত ইপিজেডের ৫৩৮ জন কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইপিজেডের মেডিকেল সেন্টারে গত ২৯ মে ২৩১ জন, ৩১ মে ৩৫৫ জন এবং ১ জুন দুপুর পর্যন্ত ৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহীদুল ইসলাম কর্মীদের মৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে সাংবাদিকদের  বলেন, ওই কোম্পানী এবং আমাদের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। কোম্পানী তাদের আর্থিক সহযোগিতার বিষয়ে ব্যবস্থা নিবে।তিনি আরও জানান ঈশ্বরদী ইপিজেডের মোট চলমান ২৪ টি কারখানায় ২০ হাজার শ্রমিক কাজ করেন। হঠাৎ করে পানি জনিত কারণে শ্রমিকদের অসুস্থ হয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার কারণে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রনালয়ের আইইসিডিআর থেকে পাঁচ সদস্যে একটি তদন্ত টিম করে পাঠানো হয়েছে। ঐ টিমের প্রধান ডাক্তার মোস্তফা কামালের নেতৃত্বে ইপিজেডের কারখানা গুলোতে তদন্ত কাজ শুরু হয়েছে। একইভাবে পানি পরীক্ষার জন্য ইপিজেডের পক্ষ থেকে সিম্পল ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত টিমের ফলাফল ও পানি পরীক্ষার রেজাল্ট পাওয়া গেলেই শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত ঘটনা জানা যাবে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন