ঈদুল আজহা উপলক্ষে পাবনায় সাড়ে ৬ লাখ পশু প্রস্তুত চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু ৩ লাখ ৩৫ হাজার ৩৭৮টি

আর দু’দিন পরেই ঈদুর আজহা বা আঞ্চলিক ভাষায় কুরবানীর ঈদ। তাই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও খাঁটি মাংস উৎপাদনে ব্যস্ত সময় কাটানোর পর এখন বিক্রির জন্য প্রস্তুত পাবনার গবাদি পশুপালনকারী খামারি এবং কৃষকেরা। সম্পূর্ণ দেশীয় খাবারের ওপর ভিত্তি করে এসব খামারে কুরবানীর পশু পালন করা হয়। শুধু খামারিরাই নয়; জেলার বিভিন্ন এলাকায় অনেক কৃষকের নিজ বাড়ীতেই দুই-একটা করে গরু পালন করছেন ঈদের আগে বিক্রি করে ভালো দাম পাওয়ার প্রত্যাশায়। এবারের ঈদুল আজহায় পাবনায় প্রায় সাড়ে ৬ লাখ কুরবানীর পশু প্রস্তুত রয়েছে। বাজারদর ঠিক থাকলে লাভের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হবে বলে আশা করছেন খামারিরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারাদেশে উত্তরাঞ্চলের পাবনার গরুর চাহিদা রয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন হাটে কুরবানীর পশু বিক্রি শুরু হয়েছে। এছাড়া খামারিদের বাড়ী থেকে এবং অনলাইনে গরু মহিষ বিক্রি হচ্ছে।
পাবনা জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে পাবনার ৯ উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ২০৪টি পশু প্রস্তুত করা হয়েছে।
জেলায় কুরবানীর পশুর চাহিদা রয়েছে ৩ লাখ ১২ হাজার ৮২৬টি। চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৩৭৮টি। জেলার নয়টি উপজেলায় ২৭ হাজার ১০১ জন খামারি রয়েছে। এসব খামারে ছোট ও মাঝারি হলস্টেইন ফ্রিজিয়াম, সিন্ধি, জার্সি, ব্রাউনি সুইট, নরওয়েজিয়ান রেড, ব্রাহ্মা ও হোয়াইট হলস্টেইন ও দেশী বিভিন্ন জাতের পশু কুরবানীর জন্য প্রস্তুত হয়েছে। এর মধ্যে গরু ১ লাখ ৯৮ হাজার ৬৫৪টি, মহিষ ৮ হাজার ৪৮০টি, ছাগল ৩ লাখ ৭২ হাজার ৬১১টি ভেড়া ৬৮ হাজার ২৯২টি এবং গারল ১৬৭টি রয়েছে।
জানা গেছে, জেলার চাহিদা পুরণের পর উদ্বৃত্ত পশুগুলো ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করা হবে। প্রতি বছর পাবনা জেলা থেকে বিপুল সংখ্যক গবাদি পশু ঢাকা এবং চট্টগ্রামে সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে পশুর বাজার যেমন রয়েছে ঈদ পর্যন্ত এমন থাকলে খামারি এবং কৃষকেরা ভালো লাভ করবেন বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান।
সরেজমিনে গিয়ে বিভিন্ন খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, খড়, গম ও বিভিন্ন প্রকার ডালের ভুসি, সবুজ ঘাস, ভুট্টার সাইলেন্সার, ছোলা এবং প্রাকৃতিক খাবার দিয়ে গবাদিপশু মোটাতাজাকরণ করা হয়। কিন্তু এসব গোখাদ্যের দাম অনেক বেশি। তাই গরু বিক্রি করে লাভের পরিমান খুবই কম হবে বলে অনেক খামারিরা ধারণা করছেন। তবে ভারতীয় গরু যদি অবৈধভাবে বাজারে না আসে, তা’হলে তারা তাদের পশু বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখতে পারবেন প্রত্যাশা করেন খামারিরা।
পাবনার বেড়া উপজেলার পুরানো মাশুমদিয়া গ্রামের বিস্্মিল্লাহ ডেইরি খামারির স্বত্বাধিকারী আব্দুস সোবাহান সিকদার বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ৫টি গরু মোটাতাজাকরণ করেছেন। তার মধ্যে ৩টি গরু বিক্রি করবেন। ভারতীয় গরু যদি অবৈধভাবে বাজারে না আসে, তবে বর্তমান যে অবস্থা রয়েছে এর চেয়ে দাম বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে।’
একই উপজেলার নতুনভারেঙ্গা গ্রামের সাদিদ রাইয়ান এগ্রোভেট খামারির মালিক শফিউর রহমান রিমন জানান,‘পশু খাদ্যের দাম অনেক বেশি হওয়ার খামারের খরচ বেড়ে গেছে। তার খামারে বিভিন্ন আকারের ৪০টি গরু রয়েছে। এর মধ্যে ৫টি গরু ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত করেছেন। ৫টি গরুর মধ্যে ১টি ৫-৬ লাখ, ১টি ৪-৫ লাখ এবং বাকি ৩টি দেড় থেকে ২ লাখ টাকা করে বিক্রি করবের বলে সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি বলেন, ‘এখন ঢাকার আশেপাশে বিভিন্ন আধুনিক খামার হওয়ায় প্রান্তিক খামারিরা ভালো দাম পায় না।’
পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এস. এম মুশাররফ হোসেন এ প্রতিনিধিকে বলেন, ‘পাবনা অঞ্চলের খামারিরা পশুর খাদ্যের ব্যাপারে বেশ সচেতন। কাঁচা ঘাস, খৈল, ভুসি, ভুট্টাসহ প্রাকৃতিক খাবার দিয়ে গরু মোটাতাজাকরণ করছেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। নিয়মিত খামারিদের সাথে দেখা করি এবং তাদের সংবেদনশীল হওয়ার পরামর্শ দিচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকজন খামারি গরু-মহিষ বিক্রি করেছে। তারা ভালো দামও পেয়েছেন। অনলাইনেও বিক্রি করছেন অনেক খামারি। সব মিলিয়ে এবছর খামারিরা ভালো দাম পাবে বলে আশা করা যাচ্ছে।’
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
