ত্রিশালে মাদক বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কেরানী বাড়ি মোড় এলাকায় ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এলাকাবাসী। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে ১৭ জুন ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে কেরানী বাড়ি মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল করে মাদকব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এসময় কাউকে না পেয়ে মাদক কারবারীদের বাড়িঘর ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসময় বিক্ষোভকারীরা অভিযোগের পরও মাদককারবারী মিনা খাতুন ও তার ভাই মুক্তা মিয়া সহ আরও জনাদশেক মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন যাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ করা হয়েছে পুলিশ তাদেরকে না ধরে উল্টো অভিযোগকারীকে শাসিয়েছেন।
গত ১৫ দিন আগে স্থানীয় ইউএনও ও থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি এলাকাবাসী। এতে স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভে পুলিশ উপস্থিত থাকা অবস্থায় ভুয়া ভুয়া বলে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “সমাজে ছড়িয়ে গেছে মাদক, আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। মাদক বেচা-কেনা বন্ধ করতে হবে।” তারা অভিযোগ করেন, কেরানী বাড়ি মোড় এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন চলছে। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে, বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। অথচ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এসময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু স্থানীয় প্রভাবশালী দালাল চক্রের ছত্রছায়ায় এই মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে। তারা প্রশ্ন তোলেন, মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পদক্ষেপ কোথায়?
মানববন্ধন শেষে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা কথা রয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে কেরানী বাড়ি মোড়সহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানায়, দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, এই আন্দোলনের আয়োজন করে স্থানীয় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সচেতন জনসাধারণ। সবশেষে মাদক বাবসায়ীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে বুধবার বিকাল তিনটায় থানা ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়ে দিনের কর্মসূচি শেষ করা হয়।
এমএসএম / এমএসএম

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
