আলোর প্রদীপ এখন আর কোন সংগঠন নয়,এটা ছড়ারকুলের আবেগও অনুভূতি

ঘুটঁঘুটেঁ অন্ধকারের একটি গাঁয়ে হঠাৎ কিরণের আভা লাগিয়ে যখন একটু একটু আলোতে প্রস্ফুটিত হবার জন্যই স্বার্থহীন ভাবে একটি অরাজনৈতিক সংগঠনের জন্ম হলো- ঠিক তখনি আমরা কয়জন মিলে আভা বিলানো চেরাগটা টেনেহিঁচড়ে পেছনে নিয়ে যাচ্ছি।
আভা ছড়ানো আর সেই আভায় জড়ানো কারা জানেন?আমরা আমরাই।
বলেছিলাম সহস্রাধিক দিবস ও রজনী পেরিয়ে কচিকাঁচা কিশোরদের হাত ধরে জন্ম নিলেও যে সংগঠনটি কালের বিবর্তনে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ছড়ারকুলের আলোর প্রদীপ নামক একটি সমাজসেবামূলক সংগঠনের আত্মকথা ও সংগঠনটির জন্ম নেয়ার কথা।
সংগঠনটি এলাকার ছোট ছোট ভাইবেরাদরদের নিয়ে জন্ম হলেও তাদের উদ্দেশ্যটাতে নিহিত ছিলো আগামীর শতাব্দীর ইতিবাচক ভবিস্যত,ফলে আস্তে আস্তে তাদের দেখানো পথকে আরো বেশী বিস্তীর্ণ করতে এগিয়ে আসে সমাজের শিল্পপতি, ব্যবসায়ী ও ছড়ারকুলের উচ্চ শিক্ষিত তরুণরা এবং বিভিন্ন পর্যায়ের সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিবর্গরাও।
সংগঠনটিতে থাকা তরুণরা দেশের বিভিন্ন জায়গায় স্ব স্ব অবস্থানে শীর্ষপদে দূর্দান্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
সব কিছু মিলিয়ে সবজনার আত্বত্যাগে -আলোর প্রদীপ এখন আর কারো সৃষ্ট কোন ক্লাব কিংবা সংঘ নয়,এটি এখন এওচিয়ার ছড়ারকুলের আবালবৃদ্ধবনিতা সকলের মনের ফ্রেমে বাধা এক আয়না কিংবা সকলের প্রতিচ্ছবি।
আলোর প্রদীপ নামক সংঘটাকে ডাকলে যেন উপস্থিত হয় পুরো ছড়ারকুল এলাকাবাসী,আলোর প্রদীপ বলতে এখন আর কোন সাইনবোর্ড অথবা নেমপ্লেটে বসিয়ে দেয়া খোদাই করা কোন অংকন নয়-এটি এখন আপদে বিপদে সুখে কষ্টে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন পুরো এলাকার।
তো এখানে একটি কথা বলি এই আলোর প্রদীপ কি করতে চায় ও আগামীতে কি করতে পারে-?
আলোর প্রদীপ এলাকাভিত্তিক সকল অসংগতিকে দূরীভূত করে এবং যুগ যুগ ধরে বসত করে বিকৃতভাষ্যকারদের পায়ে মাড়িয়ে নতুন উদ্যোমে হেটে সংঘটির নাম( আলোর প্রদীপের) মতই একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চায় তাও সমাজের নানান জনের মতকে শ্রদ্ধা করে।
তারা ইতিমধ্যে যে আশ্চর্যজনক কাজটি করে ফেলছে তা দেখে রীতিমতো আমি তো হতবাক ও হতবিহ্বল!
বলা যাক,আমি রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি না থাকলেও পেশাগতভাবে সবসময় রাষ্ট্রের কাছাকাছি থেকেছি কিন্তু এওচিয়ার ৪নং ওয়ার্ডের ছড়ারকুলের রাস্তাটি বিগত ৩০বছর ধরে অবহেলিত সম্ভবত পুরো এওচিয়ার মধ্যেই রাষ্ট্রীয় ভাবে অবহেলিত একটি পথের অবস্থানটি হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তাটিই।
পূর্বজনদের মতো আমিও ব্যর্থ এটি এলাকার ডিমান্ডের ভিত্তিতে সংস্কার বা চলাচল উপযোগী করতে।
এখানেই আমি কিংবা আমরা লজ্জিত,তবে আমাদের লজ্জিত মাথাটাকে আবার স্ব গর্বে স্ব গৌরবে উঁচু করে আমার কিংবা আমাদের ফেলে আসা অতীতকে মিথ্যা প্রমান করে,অপরদিকে গত ৩০বছরের এওচিয়ার নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বের প্রতি অবহেলার চোখকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তারা তাদের নিজস্ব অর্থায়নে অন্তত ৫হাজার মানুষের চলাচলের ব্যবস্থাকে নির্বিঘ্ন গড়ে তোলেন।
এবং তারা গরীব মানুষ আর অবহেলিত শ্রেণির প্রতি বিশেষ নজর দিচ্ছেন, ছড়ারকুলের গরীব মানুষের মেয়ের বিয়েতেও এগিয়ে আসছেন সামর্থ্য অনুযায়ী এবং রমজান মাসে একদম গোপনে তালিকা করে নাম প্রকাশ না করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রী।
তাই আলোর প্রদীপকে একটি সংগঠন মনে করা কিংবা একটি ক্লাব মনে করা অথবা এটাকে হেয় করে কথা বলাটা -মনে করতে হবে ছড়ারকুলবাসীর একটি আবেগের জায়গাকে কটুক্তি ও অশ্রদ্ধা করা।
আলোর প্রদীপ সংগঠনটির জন্মটা ছোট পরিসরে হলেও তাদের কর্মের কারণে ইতিমধ্যে মানুষের মনে একটি অনুভূতির সঞ্চার সৃষ্টি করেছেন।
অতএব সর্বশেষে আমি বলব , যে অবস্থায় জন্ম নিক এই সংগঠন সেটা দেখার বিষয় নয়,জন্ম নেয়ার পরে সংগঠনটি যেহেতু পুরো জনপদের আবেগ অনুভূতির প্রতিনিধিত্ব করে যাচ্ছেন -তাহলে এটা অনুভূতির জায়গায় মূল্যায়ন করতে হবে আমাদেরকে।
এবং সংগঠনটিকে হারিয়ে যেতে দেয়া যাবেনা,সংগঠনটির সাথে অনুভূতি যেহেতু জড়িত সেহেতু হারাতে যেমন দিতে পারিনা, অপরদিকে হারাতে বসে থাকা দানবরা যাতে সুযোগ না পায় সেটা মাথায় রাখতে হবে।
এমএসএম / এমএসএম

চল্লিশ বছর পর চলনবিলে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

লাকসমের ইউএনও কাউছার হামিদ ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন

তানোরে ভূমিদস্যু আ.লীগ নেতা গ্রেফতার

কসবা পৌর যুবদলের সদস্য সচিব রাকিব মিয়া চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গ্রেফতার

দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান

সাঘাটায় করতোয়া নদী থেকে অবৈধ বালু বিক্রেতা গ্রেফতার

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ত্রিশালে সবুজের বুকে চেঁচুয়া বিলে লাল শাপলার মায়াবী সৌন্দর্য

বাকেরগঞ্জ উপজেলা চত্বরে গড়ে উঠেছে অতিথি পাখির অভয়াশ্রম

আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

যোগ্য শিক্ষক পেতে হলে নিয়োগে অনিয়ম বন্ধ করতে হবে: বিচারপতি সাইফুল ইসলাম
