ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

৪ হাজার টাকা দিতে পারিনি বলে চালের কার্ডটি হয়নি


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৩:৪৩

সাতক্ষীরার তালায় সম্প্রতি ৩০ কেজি চাউলের (ভিডব্লিউভি) কার্ড তালিকা করার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ায় উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।জানা যায়,সরকারী পরিপত্র অনুযায়ী কোন চাকুরী জিবীর পরিবারের সদস্য, চলমান কোনো ভাতাভোগী, দুইটি সন্তানের অধিক সন্তান ও অপেক্ষাকৃত ধনী পরিবারের সদস্যরা এই ভাতার আওতায় আসবে না। অথচ বাস্তব চিত্রটি ভিন্ন। হীন স্বার্থ চরিতার্থ আর স্বজন প্রীতির মাধ্যমে সরকারি আইনকে দেখানো হয়েছে বৃদ্ধাঙ্গুলী। অযোগ্যরা পেয়েছে কার্ড। বঞ্চিত হয়েছে দারিদ্র পরিবারের সুবিধাভোগী মানুষগুলো।এদিকে রাজনৈতিক নেতার স্ত্রী, তালা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভিডব্লিউভি (চাল) তালিকায় ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলামের স্ত্রী ও নিকট আত্মীয়ের নাম তালিকাভুক্তি করায় এহেন অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে তালা উপজেলা নাগরিক কমিটি ও উপজেলা নির্বাহী কর্তকর্তা বরাবরে অভিযোগ করেছেন।গতকাল (১৮ জুন) এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ জুন তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যাচাই বাছাই এ ৮২ জনের স্বাক্ষাতকার গ্রহণ করা হয়। তবে জনসংখ্যা অনুপাতে এই ওয়ার্ডে ৪২ জন কে ভাতা প্রদান করা হবে। তবে সরকারী পরিপত্র উপেক্ষা করে ৯ নং ইউপি সদস্য মফিজুল ইসলাম ৪২ নং ক্রমিকে তার স্ত্রী জুলিয়া খাতুনের, ১১৬ নং পপি খাতুন, ৭৭ নং লিপিয়া খাতুন, ৮৮ নং সুরাইয়া বেগম, ০৩ নং তহমিনা বেগম, ৭২ নং আসমা খাতুন, ৫৮ নং ইয়াসমিন, ১১১ নং ফতেমা খাতুন, ৬১ নং ইতি খাতুন, ১১৩ নং জান্নাতুল খাতুন ও ১০ নং বৃষ্টি খাতুনের নাম অর্ন্তভুক্ত করেছেন। এই সকল পরিবারগুলো ধনী শ্রেণীর ব্যক্তি হওয়ায় এলাকায় নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে। যাদের অধিকাংশ পাঁকা বাড়ি এবং কোনো না কোনো ভাতা চলমান আছে।উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, ভিডব্লিউভি কার্ড যাচাই বাছাই এর সময় আমি উপস্থিত ছিলাম। আমরা চলে আসার পরে ইউপি সদস্যরা যোগসাজসে ইউপি সদস্য মফিজুল ইসলাম তার স্ত্রী সহ চলমান ভাতাভোগী ও ধণী পরিবারের সদস্যদের অর্ন্তভুক্তি করেছেন। যা সরকারী পরিপত্রের চরম লংঘন। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, উপজেলা জুড়েই ভিডব্লিউভি (চাল) কার্ড প্রশ্নবিদ্ধ। স্বজন প্রীতির মাধ্যমেই হয়েছে তালিকা। প্রকৃত অনেক গরিব মানুষই কার্ড পায়নি। অনেককে কার্ড পেতে দেখেছি, যারা একার্ডের অযোগ্য।ইউপি সদস্য মফিজুল ইসলামের সাথে  মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। এদিকে উপজেলা ৩নং সরুলিয়া ইউনিয়নের বাসিন্দা পাটকেলঘাটা বাজারের নৈশ প্রহরী মফিজুল ইসলাম সরদার (৪৫) ক্ষোভের সাথে জানান,আজও পর্যন্ত কোন সরকারি অনুদান আমি পাইনি। ৩০ কেজি চালের একটা কার্ডের জন্য আমাদের মহিলা মেম্বার তসলিমার সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু উনি ৪ হাজার টাকা চাইছিল। আমি গরিব মানুষ টাকাটা দিতে পারিনি বলে আমার বাড়িওয়ালার নামে কার্ডটি হয়নি।  আর এ ধরনের অভিযোগ উপজেলার ১২টি ইউনিয়নেই বলে জানা গেছে। যা সুষ্ঠু তদন্ত করা হলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে বলে স্থানীয় অভিজ্ঞ মহলের ধারণা।এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিয়য়ে আমাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়ার পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার