স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে মহেশখালীতে অবস্থান কর্মসূচি পালন
সারাদেশের সকল উপজেলার মতো মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-তে নিয়োজিত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নির্দেশনায় এই কর্মসূচি সারাদেশব্যাপী পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মহেশখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অবস্থান নেন। দাবিগুলো হলো:
১. নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করে ১১তম গ্রেডে বেতন স্কেল নিশ্চিত করা।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পুরাতন নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হলেও অভিজ্ঞতার ভিত্তিতে সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর গ্রেডসমূহ পুনঃনির্ধারিত স্কেলের সঙ্গে যোগ করার দাবি।
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড প্রদান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এছাড়াও কর্মসূচিতে সংহতি জানান বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সমন্বয়ক, চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিন।
বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, মা-শিশু স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখলেও, তাদের ন্যায্য বেতন-স্কেল ও পদমর্যাদা এখনও স্বীকৃত হয়নি। এ বৈষম্য দূর করতে ছয় দফা দাবির বাস্তবায়ন সময়ের দাবি।”
তারা দ্রুত দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ