ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মুকসুদপুরে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকরেন জেলা প্রশাসক


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৬-৬-২০২৫ বিকাল ৫:২০
মুকসুদপুর উপজেলায়-২০২৫ সালের এইচএসসি পরীক্ষা চলছে সুশৃঙ্খল, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সরকারি মুকসুদপুর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে স্থানীয় সাংবাদিকদের সাথে
সাক্ষাত কালে তিনি বলেন,২০২৫ সালে গোপালগঞ্জ ২১টি কেন্দ্রে ১০ হাজারের উপরে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে মুকসুদপুর উপজেলায় ৪টি কেন্দ্রে ২ হাজারের অধিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রকার সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, নকলমুক্ত পরিবেশে কোন প্রকার বিশৃঙ্খলা পরীক্ষায় অনুষ্ঠিত হতে পারে এবং কোন ধরনের বিশৃঙ্খলা অথবা প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের পরীক্ষার্থীদের পরীক্ষা বিঘন্ন না ঘটতে পারে সে
জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। ইতিমধ্যে জেলা এবং উপজেলা পর্যায় প্রশাসনের এবং আইনশৃঙ্খলার পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধন করা হচ্ছে। নিয়োগকৃত সকল কর্মকর্তাকে প্রত্যেকটি কেন্দ্রের সকল শিক্ষকগণের সমন্বয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার উপযোগী পরিবেশ বজায় রাখার ব্যাপারে নিশ্চিতা দেয়া হয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় বিগত এসএসসি ও আলিম পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুরূপভাবে ২০২৫ সালের এইচএসসি এবং আলিম পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কেন্দ্র পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার তাসনিম আক্তার, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:  লুৎফর রহমান,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
জেলা প্রশাসক পরীক্ষার কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা,পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়ার পরামর্শ দেন এবং শিক্ষকদের প্রতি দায়িত্বশীল থাকার আহ্বান জানান। পরিদর্শন শেষে অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান বলেন, “এবারের পরীক্ষার পরিবেশ অত্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। নকলমুক্ত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন। ”সংশ্লিষ্ট প্রশাসন,
শিক্ষক,সাংবাদিক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় মুকসুদপুরে এইচএসসি পরীক্ষার পরিবেশ প্রশংসনীয় হয়ে উঠেছে বলে জানান উপস্থিত কর্মকর্তারা। স্থানীয়ভাবে এই উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখছে শিক্ষা সংশ্লিষ্ট মহল।

এমএসএম / এমএসএম

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হাটহাজারীতে নকল আকিজ বিড়ি জব্দ, গ্রেপ্তার ৩

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

বাগেরহাটে সংসদীয় আসন হ্রাসের প্রস্তাবের বিরুদ্ধে চিতলমারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

‎আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী "দুই বেকারিকে ভোক্তা আইনে জরিমানা

সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে

মাগুরায় ৯ মাস আগে রাস্তার কাজ শুরু হলেও ইট-বালুর কোন অস্তিত্ব নাই