ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ নিয়ে সংবাদের প্রতিবাদে মাসুদ আলমের ব্যাখ্যা


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ১২:৮

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘ফ্যাসিস্টের দোসরের হাতে ৩শ কোটি টাকার প্রকল্প’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। বৃহস্পতিবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, উক্ত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যভিত্তিহীন এবং মিথ্যাচারে পূর্ণ। এতে তার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে মাসুদ আলম বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ২৯৭ কোটি টাকার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের দরপত্র সংক্রান্ত যে খবরটি প্রকাশিত হয়েছে, তাতে প্রকৃত তথ্য উপস্থাপন না করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি জানান, একজন তরুণ উদ্যোক্তা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পেশাগত কারণে তার পরিচয় থাকলেও, ব্যক্তিগত কোনো ঘনিষ্ঠতা নেই। রিপোর্টে তাকে 'ক্যাশিয়ার' হিসেবে চিত্রিত করাকে তিনি নিন্দনীয় ও মানহানিকর হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, উপজেলা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছিলেন না। বরং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের রাজনৈতিক প্রভাবেই তিনি পরাজিত হয়েছেন বলেও দাবি করেন।

প্রশিক্ষণ ফার্ম নির্বাচনে নিজ প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে ব্যাখ্যায় মাসুদ আলম জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়ম অনুযায়ী জাতীয় দৈনিক ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ধারাবাহিক মূল্যায়ন শেষে তার প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’কে যোগ্য হিসেবে সুপারিশ করা হয়। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টার অনুমোদনের মাধ্যমেই তাদের প্রতিষ্ঠান চুক্তিপত্র পায়।

প্রতিবেদনে তার ও প্রকল্প পরিচালক আব্দুল হামিদ খানের সৌদি আরব ভ্রমণের বিষয়টি উল্লেখ করাকে “কাকতালীয়” আখ্যা দিয়ে তিনি বলেন, পবিত্র ওমরাহ পালনের সময় সৌদি আরবে অনেকের মতো আব্দুল হামিদ খানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। তখন তিনি প্রকল্প পরিচালক ছিলেন না।

তিনি আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যেসব সাবেক সচিবের আমলে তাদের প্রকল্প প্রাপ্তির অভিযোগ করা হয়েছে, প্রকৃতপক্ষে সেই সময় তার প্রতিষ্ঠান কোনো ধরনের সরকারি প্রকল্পে সম্পৃক্ত ছিল না। এ ছাড়াও, তাকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলা এবং পুরস্কৃত হওয়ার বিষয়ে যে তথ্য উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা ও তথ্যগতভাবে ভুল। জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালে হলেও প্রতিবেদনে ২০২২-২৩ সালের কথা উল্লেখ করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মাসুদ আলম আরও জানান, দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে করা অভিযোগও মিথ্যা ও ভিত্তিহীন। বরং তাকে হুমকি ও চাঁদাবাজির ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার বক্তব্য, এসব ষড়যন্ত্রমূলক অভিযোগের মাধ্যমে তাকে হেয় করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

এমএসএম / এমএসএম

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত