ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সত্যের সাথে উচ্চকন্ঠ ধারণে মেধাবীদের বিকল্প নেই : আসলাম চৌধুরী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-৬-২০২৫ রাত ৯:২

 ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রেই সৎ এবং মেধাবীদের মূল্যায়ন আজ সময়ের দাবি। বৈরী পরিবেশে রাজনীতি করতে হলেও মেধার বিকল্প নেই। যার যার অবস্থান থেকে আদর্শিক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা আসবেই। বাংলাদেশে স্বকীয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রচিন্তার যে ধারা শুরু হয়েছে তা বাস্তবায়নে ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২৭ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত ”জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারুণ্যের  ভুমিকা সম্ভাবনা ও প্রভাব” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রদলের আহ্বায়ক প্রকৌশলী মোঃ কায়েস এর সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নছরুল কদির,চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহেদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মেজবাউল আলম, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।

এতে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জিয়াউর রহমানের ১৯দফা ছাত্রদলকে আত্মস্থ করে জনগনের সামনে তুলে ধরতে হবে। জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক কর্মকান্ড থেকে ছাত্রদের বিরত থাকতে হবে। স্যোশাল মিডিয়ায় বিএনপি বিরোধী প্রচারণারোধে তথ্যপ্রযুক্তি জ্ঞানে ছাত্রদেরকে সমৃদ্ধ হতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেদেয়ানুল হক, আইআইইউসি সাবেক ছাত্রনেতা ইফতেখার আহমেদ জুয়েল, আইআইইউসি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো:রিপন, আইআইইউসি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, চট্টগ্রাম দায়রা ও জজ আদালতের অতিরিক্ত পিপি এড.লোকমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি,এনামুল হক এনাম, অতিরিক্ত  জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি, এডভোকেট মোস্তফা নিরু প্রমূখ।

এমএসএম / এমএসএম

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি