সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) রাতে শিহাবের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিহাব উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগড় বিওসির মোড় এলাকার মো. রমজান আলীর ছেলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৩০ জুন) রাতে ধর্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ভিকটিম কিশোরী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গ্রেপ্তার হওয়া শহিদুলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়, যা পরে প্রেমে রূপ নেয়। প্রেমের সূত্রে উভয়েই পার্বত্য জেলা বান্দরবান শহরসহ বিভিন্ন স্থানে বেড়াতে যেত। সেখানে শহিদুল শারীরিক সম্পর্কে জড়িত হতে চাইলে কিশোরী প্রথমে বাধা দেয়। তবে পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাবার বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হতো। সর্বশেষ রোববার (২৯ জুন) ওই কিশোরীর মা'সহ পরিবারের সকল সদস্য নানার বাড়িতে বেড়াতে গেলে রাতে সুযোগ বুঝে শিহাব কিশোরীর ঘরে ঢুকে পূর্বের ন্যায় শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
পরে কিশোরী তাকে প্রলোভন না করে বিয়ের জন্য চাপ দিলে শিহাব বিয়ে করবে না বলে ঘর ত্যাগ করে চলে যায়। বিষয়টি মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর থানায় মামলা করার সিদ্ধান্ত নেন কিশোরীর মা।
কিশোরীর মা জানান, "আমার মেয়ের সাথে শিহাব প্রথমে প্রেমের সম্পর্ক, পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। মা হিসেবে বিষয়টি আমি মানতে পারছি না। এজন্য থানায় মামলা করেছি, যেন ধর্ষককে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।"
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শিহাবকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ (১ জুলাই) মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

চল্লিশ বছর পর চলনবিলে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

লাকসমের ইউএনও কাউছার হামিদ ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন

তানোরে ভূমিদস্যু আ.লীগ নেতা গ্রেফতার

কসবা পৌর যুবদলের সদস্য সচিব রাকিব মিয়া চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গ্রেফতার

দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান

সাঘাটায় করতোয়া নদী থেকে অবৈধ বালু বিক্রেতা গ্রেফতার

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ত্রিশালে সবুজের বুকে চেঁচুয়া বিলে লাল শাপলার মায়াবী সৌন্দর্য

বাকেরগঞ্জ উপজেলা চত্বরে গড়ে উঠেছে অতিথি পাখির অভয়াশ্রম

আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

যোগ্য শিক্ষক পেতে হলে নিয়োগে অনিয়ম বন্ধ করতে হবে: বিচারপতি সাইফুল ইসলাম
