ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১২:১৮

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) রাতে শিহাবের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিহাব উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগড় বিওসির মোড় এলাকার মো. রমজান আলীর ছেলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৩০ জুন) রাতে ধর্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ভিকটিম কিশোরী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গ্রেপ্তার হওয়া শহিদুলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়, যা পরে প্রেমে রূপ নেয়। প্রেমের সূত্রে উভয়েই পার্বত্য জেলা বান্দরবান শহরসহ বিভিন্ন স্থানে বেড়াতে যেত। সেখানে শহিদুল শারীরিক সম্পর্কে জড়িত হতে চাইলে কিশোরী প্রথমে বাধা দেয়। তবে পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাবার বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হতো। সর্বশেষ রোববার (২৯ জুন) ওই কিশোরীর মা'সহ পরিবারের সকল সদস্য নানার বাড়িতে বেড়াতে গেলে রাতে সুযোগ বুঝে শিহাব কিশোরীর ঘরে ঢুকে পূর্বের ন্যায় শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

পরে কিশোরী তাকে প্রলোভন না করে বিয়ের জন্য চাপ দিলে শিহাব বিয়ে করবে না বলে ঘর ত্যাগ করে চলে যায়। বিষয়টি মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর থানায় মামলা করার সিদ্ধান্ত নেন কিশোরীর মা।

কিশোরীর মা জানান, "আমার মেয়ের সাথে শিহাব প্রথমে প্রেমের সম্পর্ক, পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। মা হিসেবে বিষয়টি আমি মানতে পারছি না। এজন্য থানায় মামলা করেছি, যেন ধর্ষককে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।"

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শিহাবকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ (১ জুলাই) মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য

সুরক্ষা দেয়াল না থাকায় সড়কের ধ্বস: ইউএনওর হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

গুরুদাসপুরে জ্বলন্ত লাকড়ির আঘাতে শিশুর মৃত্যু

বরগুনায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ফুলছড়িতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পানি বিতরণ

জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

স্বনির্ভর ইউনিটে পরিণত আরএমপি, রাজশাহীর গর্ব

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা জুড়ীর শরীফ খান

মেহেরপুরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

রাজশাহী কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দীর মুক্তি