ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

হাটহাজারীতে নির্বিচারে পাহাড় নিধন: লিখিত অভিযোগেও নড়ছে না কর্তৃপক্ষ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৩:৭

চট্টগ্রামের হাটহাজারীতে সংশ্লিষ্ট দপ্তরের কতিপয় অসৎ কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে নির্বিচারে পাহাড় নিধনের অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (এসি ল্যান্ড) লিখিত অভিযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। স্থানীয় সূত্র জানিয়েছে, পাহাড় নিধন অব্যাহত আছে, যা নিয়ে কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা সম্পর্কে স্থানীয়দের মনে সন্দেহ বাড়ছে।

পরিবেশ বিধ্বংসী এই কাজটি করছেন হাটহাজারী থানার উত্তর ফতেয়াবাদ এলাকার মো. আবদুর রহিমের পুত্র মোহাম্মদ আবুল মনছুর। অভিযোগ, এসব অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য তিনি রাস্তায় দেয়াল নির্মাণ করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন, যাতে প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা নিতে না পারে।

জানা যায়, পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৩ এপ্রিল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন সৈয়দ মো. জহির। লিখিত আবেদনে বলা হয়েছে, নন্দীরহাটের পশ্চিমে, মাহমুদাবাদের ‘জেসন ব্রিডার্স (ফাতেমা ফার্ম)’ এর পূর্ব দক্ষিণে সরকারি পাহাড়ের উত্তর দিকের পূর্বাংশের পাদদেশে প্রায় ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্ত করে প্রতি বছরের ন্যায় মাটি কাটা শুরু হয়েছে। লোকজন দিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় কোদাল, খন্তা দিয়ে মাটি আলগা করে রাখা হয়, যাতে মনে হয় নিজের জমিতেই গর্ত করা হচ্ছে। পূর্বে একই জায়গায় প্রায় ৪০ ফুট গভীর গর্ত করে মাটি কাটা হয়েছিল, যার ফলে বর্ষায় পাহাড় ভেঙে পড়ে। এটি পাহাড় কাটার একটি কূট-কৌশল। এমনকি পাহাড়ের উত্তর-পূর্ব অংশে অনেকখানি পাহাড় ধসে পড়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পাহাড় কাটার জন্য রেকর্ডীয় মালিক থেকে বিগত আড়াই বছর আগে একটি আমমোক্তারনামা নেওয়া হয়েছে। নির্বিঘ্নে পাহাড় কাটার জন্য সর্বসাধারণের যাতায়াতের রাস্তায় প্রথমে পাকা দেয়াল নির্মাণ করে পরবর্তীতে লোহার গেট দিয়ে মাটি কাটার জন্য এক্সকাভেটর (এস্কেভেটর) নিয়ে গেটে তালাবদ্ধ করে রাখা হয়। একইভাবে হাটহাজারীর ফতেয়াবাদ নামক স্থানে পশ্চিম ছড়ার কূলে বদরপীর দরগাহ ও কবরস্থানের পশ্চিম পার্শ্বে সরকারি পাহাড় থেকে ২০ ফুট গভীর করে মাটি নিয়ে বিক্রি করে পরিবেশের চরম ক্ষতি করা হচ্ছে। কিন্তু অর্থ ও লোকবলে বলীয়ান হওয়ায় তার ভয়ে এলাকাবাসী কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায় না।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আবুল মনছুর বলেন, "যেখানে অভিযোগ দিয়েছে তাদের তদন্ত করতে বলেন।"

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জমির উদ্দীন বলেন, "প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা কার্যালয়কে বলা হয়েছে।"

এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সেলিনা আক্তার ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানকে মোবাইলে কল দিলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

নরসিংদীর শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, খালাস-২

দুমকীতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

টাকার অভাবে অপারেশন করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের আখতারী বেগম: সহায়তার আবেদন

ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য

সুরক্ষা দেয়াল না থাকায় সড়কের ধ্বস: ইউএনওর হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ