মনোহরগঞ্জে ১১ ইউনিয়ন বিএনপি সম্মেলনে প্রার্থীদের মতবিনিময় সভা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন পদে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। গতকাল (শুক্রবার, ৪ জুলাই, ২০২৫) মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম। তিনি তার বক্তব্যে বলেন, "বিগত ওয়ার্ড কাউন্সিল যেভাবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, আগামী ১২ জুলাই উপজেলার ১১টি ইউনিয়নের কাউন্সিলগুলো একইভাবে সম্পন্ন করা হবে।" তিনি আরও যোগ করেন, "বিগত দিনে যারা হামলা, মামলা এবং দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন, ইউনিয়ন কাউন্সিলে তারা অগ্রাধিকার পাবেন। ১৭ বছর ধরে যারা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন, তারাই নেতা হতে পারবেন।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন এবং লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল। উপজেলা বিএনপির সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনসুর আলম, কাজী আবুল বাশার কিরন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মুর্তজা, মন্জরুল আলম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন সৈকত, মাসুদুল আলম বাচ্চু, শওকত হোসেন শিহাব, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, মোঃ কামরুজ্জামান, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদল নেতা হাসান পাটোয়ারী, মমিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাছান মিঠু, শাফায়াৎ হোসেন সবুজ, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
