ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

চিতলমারীতে আদালতের রায় অবমাননা করে ঘের দখলের চেষ্টা, আহত ২


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৫ দুপুর ১১:৫৯

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব শত্রুতার জেরে বসতভিটা, ধানি জমি ও মাছের ঘের দখলের চেষ্টার ঘটনায় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে পল্লব মন্ডল (১৭) নামে একজন গুরুতর আহত হয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় চিতলমারী থানায় ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায় গ্রামের বাঁশতলী খালের পূর্বপাশের একটি মাছের ঘেরে।

অভিযোগকারী দীপক মন্ডল (৫০) জানান, তারা কয়েক যুগ ধরে এই মৎস্য ঘেরটি ভোগদখল করে আসছেন। স্থানীয় মৃত কিরণ মৃধার ছেলে ননী গোপাল মৃধার সাথে তাদের এ বিষয়ে মামলা চলমান ছিল। সর্বশেষ মামলায় অসীম মৃধা গংদের অনুকূলে রায় এলেও দীপক মন্ডল বাগেরহাটের আদালতে আপিল করে স্থগিতাদেশ আনেন।

আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও বিরোধীপক্ষ পুনরায় ঘের দখলের হুমকি দিতে থাকে। বিষয়টি বাগেরহাট পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হলে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উভয় পক্ষকে নিয়ে বাগেরহাটের এএসপি সার্কেল বৈঠক করেন। বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে উভয় পক্ষকে জানানো হয় যে সম্পত্তিতে আদালতের স্থগিতাদেশ রয়েছে এবং শান্তি বজায় রাখতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবাইকে থাকতে হবে।

তবে আদালত ও পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে গত শুক্রবার (৪ জুলাই) দুপুরে অসীম মৃধার নেতৃত্বে ননী গোপাল মৃধা (৬০), বিকাশ মৃধা (৩৫), বিনয় মৃধা, সাগরিকা (২৯) ও চুমকি মৃধা দা, লাঠি, লোহার রড ও হাতুড়ি নিয়ে মাছের ঘেরটি দখল করতে যান। এ খবর পেয়ে দীপক মন্ডলের স্ত্রী ও ছেলে পল্লব মন্ডল (১৭) ঘটনাস্থলে যান। তারা দেখেন যে ঘেরের মাছ ও পাড়ের গাছপালা নষ্ট করা হচ্ছে। পল্লব মন্ডল তার মোবাইল ফোনে এই দৃশ্যের ভিডিও ধারণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার মা, বাবা, চাচী ও বড় বোন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই বিষয়ে জানতে চাইলে অসীম মৃধা দাবি করেন যে পল্লব ও তার মা-বোন তার মা গীতা মৃধাকে পিটিয়েছেন এবং পল্লবকে কে বা কারা মেরেছে তা তিনি জানেন না, কারণ তিনি তখন তার মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, তারা এক পক্ষের অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে