ঈশ্বরদীতে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: শান্তিপূর্ণ তাজিয়া মিছিল সম্পন্ন

দশই মহররম পবিত্র আশুরা উপলক্ষে রবিবার ঈশ্বরদীর অবাঙালি অধ্যুষিত ফতে মোহাম্মদপুর, নিউ কলোনি ও লোকোশেড এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দশই মহররম পালনে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। এসব এলাকার এগারোটি স্থান থেকে খণ্ড খণ্ড তাজিয়া মিছিল নিয়ে খলিফা বা প্রধান বাচ্চু মিয়া, আসলাম উদ্দিন ও লাল্লু মিয়ার নেতৃত্বে এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকোশেডে অবস্থিত ফুটবল মাঠ থেকে সারিবদ্ধভাবে তাজিয়া মিছিল বের করা হয়। এই তাজিয়াগুলো অত্যন্ত সুচারুভাবে তৈরি করা হয়েছিল এবং তাদের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে। মিছিলটি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিলেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আশুরার তাৎপর্য স্মরণ করেন। এ সময় 'হায় হোসেন' ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।
আশুরা মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারবালার ঐতিহাসিক ঘটনার স্মরণে এই দিনে তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। ফতে মোহাম্মদপুর নিউ কলোনির এই আয়োজনটি এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক গভীর আধ্যাত্মিক আবহ তৈরি করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আশুরা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ফুটবল মাঠে মেলার আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে এলাকার মানুষ দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ইসলামের মূল্যবোধকে স্মরণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এবার এই আশুরার নানা প্রকার অনুষ্ঠানকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার ক্ষেত্রে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুর নূরের কঠোর হস্তক্ষেপ ও প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি বা কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টির কথা কেউ ভাবতেও পারেনি বলে পুলিশের একটি সূত্র জানায়।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
