ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঈশ্বরদীতে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: শান্তিপূর্ণ তাজিয়া মিছিল সম্পন্ন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১২:২২

দশই মহররম পবিত্র আশুরা উপলক্ষে রবিবার ঈশ্বরদীর অবাঙালি অধ্যুষিত ফতে মোহাম্মদপুর, নিউ কলোনি ও লোকোশেড এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দশই মহররম পালনে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। এসব এলাকার এগারোটি স্থান থেকে খণ্ড খণ্ড তাজিয়া মিছিল নিয়ে খলিফা বা প্রধান বাচ্চু মিয়া, আসলাম উদ্দিন ও লাল্লু মিয়ার নেতৃত্বে এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকোশেডে অবস্থিত ফুটবল মাঠ থেকে সারিবদ্ধভাবে তাজিয়া মিছিল বের করা হয়। এই তাজিয়াগুলো অত্যন্ত সুচারুভাবে তৈরি করা হয়েছিল এবং তাদের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে। মিছিলটি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিলেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আশুরার তাৎপর্য স্মরণ করেন। এ সময় 'হায় হোসেন' ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।

আশুরা মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারবালার ঐতিহাসিক ঘটনার স্মরণে এই দিনে তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। ফতে মোহাম্মদপুর নিউ কলোনির এই আয়োজনটি এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক গভীর আধ্যাত্মিক আবহ তৈরি করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আশুরা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ফুটবল মাঠে মেলার আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে এলাকার মানুষ দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ইসলামের মূল্যবোধকে স্মরণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এবার এই আশুরার নানা প্রকার অনুষ্ঠানকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার ক্ষেত্রে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুর নূরের কঠোর হস্তক্ষেপ ও প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি বা কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টির কথা কেউ ভাবতেও পারেনি বলে পুলিশের একটি সূত্র জানায়।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী