ঢাকা বৃহষ্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সবুজ উৎসব ২০২৫: মাগুরায় পরিবেশ রক্ষায় আত্মিক দায়বদ্ধতার আহ্বান


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৩:৪৪

'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫'-এর অংশ হিসেবে "সবুজ উৎসব ২০২৫" উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, "গাছ ছাড়া মানুষের বেঁচে থাকা অকল্পনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানব জীবনের টিকে থাকার জন্য গাছ লাগানোর বিকল্প নেই।" বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, সমাজের একটি শ্রেণি এখনও নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সভায় জুলাই পুনর্জাগরণের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামের মূল দর্শনকে সামনে রেখে ‘সবুজ উৎসব’-এর মাধ্যমে প্রকৃতি রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, "আমাদের শহীদদের আত্মত্যাগের চেতনা ও স্বাধীনতার বীজ এই মাটি ও সবুজের সঙ্গেই মিশে আছে। তাই গাছ লাগানো, নদী বাঁচানো, প্রকৃতিকে ভালোবাসা—এসব শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এগুলো আমাদের আত্মিক দায়িত্ব।"

সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সকল সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যক্তিবিশেষ যারা গাছ লাগিয়েছেন এবং গাছের পরিচর্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন, তাদের সমস্ত ডকুমেন্ট যাচাই-বাছাই কমিটির কাছে প্রেরণ করতে হবে। যাচাই-বাছাই শেষে ৫ আগস্ট নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও পদক বিতরণ করা হবে। এই দিনগুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও জনসমাগমস্থলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি, জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপণ পদক ২০২৫-এর আয়োজনের মাধ্যমে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করা হবে।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সবাইকে "প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান" এই আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

অবশেষে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আবর্জনা স্তূপ সরানো হলো

কেরুজ আখচাষি সম্মেলনে চিনি শিল্প রক্ষায় আখচাষ বৃদ্ধির উপর জোর

মাদারীপুরের সাবেক ২ জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

বান্দরবানে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী

হ্রদের পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

মনজুর কাদেরের বিদায় সংবর্ধনায় নিক্বণের সাংস্কৃতিক আয়োজন

কুড়িগ্রামে শফিউল আলমকে যাব্বজীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত

নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগে মাওলানা হান্নান সরদার

নওগাঁয় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে পুরস্কার বিতরণ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী সাধারণ সম্পাদক আনোয়ার

বাঘায় ব্র্যাক এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

বড়লেখায় দিনদুপুরে ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই