সাভারে হুজুরবেশে মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভারে মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিতে নতুন কৌশল অবলম্বন করছে। তারা এখন সুন্নতি পোশাক পরে হুজুরের বেশ ধরে মাদক কারবার চালাচ্ছে।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৯টায় এমনই এক হুজুরবেশী শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জালাল আহমেদকে (৬৩) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। সে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত এবং তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামে।
অবশেষে পুলিশের অভিযানে মৃত আব্দুল আলীর ছেলে জালাল আহমেদকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ধরা হয়, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকালে এর সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এসএ পরিবহনের সামনে পুলিশের একটি দল এই অভিযান চালায়।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘হুজুরের ছদ্মবেশ ধারণ করে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিল। বেশ-ভূষা দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র উপায় নেই। পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী। অথচ এই বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার পাইকারি বিক্রেতা।’
জিজ্ঞাসাবাদে জালাল মাদক ব্যবসার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেন। গ্রেপ্তারকৃত জালাল পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে তিনি জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি সরবরাহ দেন।
ছদ্মবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তার দেওয়া তথ্যে আরও কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এমএসএম / এমএসএম

উল্লাপাড়া উপজেলা প্রসাশকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রৌমারীতে বিনামূল্যে ধান কাটার রিপার মেশিন বিতরণ

বড়লেখার শৌখিন ফলচাষী রেজাউলের বাগানে ঝুলছে দেশি-বিদেশি নানা জাতের ফল

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ থানায় অভিযোগ

উল্লাপাড়ায় উপজেলা প্রসাশকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান

শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার

থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় ইয়াবাসহ যুবক আটক

ক্ষেতলালে সেনা সদস্যের বাড়িতে চুরি
