কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্রে নেই পর্যটক, গুনতে হচ্ছে লোকসান

পর্যটনের ভরা মৌসুম চললেও পর্যটকশূন্য নেত্রকোণার মোহনগঞ্জে নির্মিত আদর্শনগর পর্যটন কেন্দ্রটি। উদ্বোধনের পর থেকেই এটি লোকসানের কবলে পড়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে, এখানে কর্মরত পর্যটন কর্পোরেশনের ছয় কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা তাদের প্রধান কার্যালয় থেকে এনে পরিশোধ করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও সাবেক এমপি সাজ্জাদুল হাসান আদর্শনগর পর্যটন কেন্দ্রের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা গেছে, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর পর্যটক ভবনটির নির্মাণ কাজ শুরু করে ঢাকার বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স সামস-ইঞ্জিনিয়ারিং। পরে ২০২৩ সালের ১৪ নভেম্বর এটি উদ্বোধন করা হয়।
মোহনগঞ্জ উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬ একর জমির ওপর আদর্শনগর পর্যটন কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু সেই থেকেই পর্যটন কেন্দ্রটি লোকসান গুনছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এখানে কোনো পর্যটক নেই। এখানে ৪০ আসনবিশিষ্ট মাল্টিকুইজিন রেস্তোরাঁ, বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত সাত কক্ষ বিশিষ্ট ভবন, বাউন্ডারি ওয়াল এবং রাতে ওয়ালের ওপর ঝলমলে বৈদ্যুতিক আলো ছাড়া আকর্ষণীয় আর কিছু নেই। এমনকি আয়ের উৎস বাড়ানোর জন্য কর্তৃপক্ষ ভবনের সামনের জায়গা স্থানীয় কৃষকদের কাছে লিজ দিয়েছেন। এতে প্রতিটি কৃষকের কাছ থেকে ১৫০০ টাকা করে নিয়েছেন কর্তৃপক্ষ। এমন প্রায় ৩০ থেকে ৪০ জন কৃষক রয়েছেন, যারা কেন্দ্রের ভবনের সামনের জায়গা লিজ নিয়ে গরু-ছাগলের ঘাস ফলাচ্ছেন।
পর্যটন এলাকা বাদ দিয়ে উপজেলার ১৬ কিলোমিটার দূরে জনশূন্য হাওরে নির্মিত কোটি টাকার এই ভবনকে কর্মরত কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয়রা পুরোপুরি অপরিকল্পিত উন্নয়ন বলছেন।
নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সাবেক এমপি ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি আদর্শনগরে তৈরি করা হয়েছে এই পর্যটন কেন্দ্রটি।
যেখানে বর্ষাকালে উপজেলার ডিঙ্গুপোতা হাওরের পানি দেখতে গুটিকয়েক পর্যটক এলেও সারা বছরই থাকে জনমানবশূন্য। ফলে পর্যটন কেন্দ্রটি উদ্বোধনের পর থেকেই লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে।
পর্যটন কেন্দ্রের হিসাবরক্ষক জাকির আহমেদ বলেন, "পর্যটন কেন্দ্রটি গ্রামে হওয়ায় এখানে পর্যটক কম আসে। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই লোকসানে চলছে।"
আদর্শনগর পর্যটন কেন্দ্রের ইউনিট ম্যানেজার আমিনুল হক বলেন, "এখানে সন্ধ্যা নামার সাথে সাথে ভূতুড়ে পরিবেশ তৈরি হয়। সন্ধ্যার পর এখানে কিছুই পাওয়া যায় না। তদুপরি স্থানটি পর্যটন পরিবেশ উপযোগী নয়। এটি মোহনগঞ্জ সদরে নির্মিত হলে লোকসান গুনতে হতো না। এখানে প্রতি মাসে গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হয়। আবার কোনো মাসে ১ লক্ষ টাকাও হয়। প্রতি মাসে এখানকার ৬ জন কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য খাতে দুই লক্ষ থেকে পৌনে তিন লক্ষ টাকা খরচ হয়। তবে আগে একটু বেশি খরচ হতো। আর সে খরচ প্রধান কার্যালয় (পর্যটন কর্পোরেশন) থেকে আনতে হয়।"
তিনি আরও বলেন, "পর্যটন কেন্দ্রের ভবনের সামনে মাঠ পতিত হয়ে পড়ে আছে। তাই এখানকার স্থানীয় দশ থেকে পনেরো জন কৃষকের কাছে জায়গা ভাড়া দেওয়া হয়েছে। এটি ট্যুরিস্ট এলাকার উপযোগী না হওয়ায় এখানে পর্যটক কম আসে। কেন্দ্রটির পরিকল্পনায় ভুল হয়েছে। গ্রামে কি পর্যটকরা আসতে চায় নাকি?"
তিনি যোগ করেন, "পর্যটন কেন্দ্রটি মোহনগঞ্জের কাছে হলে ভালো হতো। তাহলে প্রধান কার্যালয় থেকে টাকা এনে বেতন দেওয়া লাগতো না। এটি ট্যুরিস্ট এরিয়াও না, ভবিষ্যতেও পর্যটক আসার মতো ব্যবস্থা দেখি না। প্রথমত এখানের রাস্তা খারাপ। দ্বিতীয়ত এখানে গ্রামের ভিতরে এসে পর্যটকরা কি দেখবে? দেখার মতো কিছু তো থাকতে হবে।"
এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
