ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মেহেরপুরে 'জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ' নির্মাণ কাজের উদ্বোধন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৪

মেহেরপুর পৌর শহরের সরকারি কলেজ মোড়ে "জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ" নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ সোমবার (১৪ জুলাই) সকালে নামফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের শুভ সূচনা করেন।

নির্মিতব্য "জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ" মেহেরপুর গণপূর্ত বিভাগের অধীনে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণের মাধ্যমে স্মৃতি সংরক্ষণ হবে এবং আগামী প্রজন্ম দেশের ছাত্র-জনতার ত্যাগের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই স্মৃতিস্তম্ভ শুধুমাত্র মেহেরপুর জেলাতেই নির্মিত হচ্ছে না, সারা বাংলাদেশের প্রত্যেক জেলাতেই নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. রফিকুল হাসান, মেহেরপুরের সিভিল সার্জন ডা. এস. এম. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক শামসুল আলম, মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ সহ মেহেরপুর জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তামিম ইসলাম ও খন্দকার মুহিত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক হেজমত আলী মালীথ্যা ও ফুয়াদ খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা শামীম রেজা, মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণদের শান্তির বার্তা দিলেন ওসি ওমর ফারুক

খুলনা বার নির্বাচন সামনে, আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে গণঅধিকার পরিষদ

অবৈধ দলিলের রায় স্থগিতের দাবিতে রায়গঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

খালেদা জিয়াকে মামলা দেয়া আশিকের নড়াইলে জুলাই আহত তালিকাভুক্তিতে হইচই

মাদকমুক্ত ও উন্নত বাঘা-চারঘাট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ আরিফুল ইসলাম বিলাত

কেএপিজেড আন্দোলন থেকে আনোয়ারা কর্ণফুলীর গণ মানুষের নেতা হয়ে ওঠে এহসান এ খাঁন

সেমিনারের তারিখে ভুল: নরসিংদীতে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা

সাতকানিয়া পিডিবিতে চলছে হরিলুট, নীরবে কাঁদছে পিডিবির গ্রাহকরা

স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পালালেন বাকেরগঞ্জের এক তরুণী

স্কুল শিক্ষকের সঙ্গে পালালেন ৪ সন্তানের জননিপ্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল

ক্লাসে তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষককে অব্যাহতি

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরন

সরকারি প্রাথমিক স্কুলে আগের মতোই পরীক্ষার ফি চালুর প্রস্তাব