ঢাকা বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ, এক শিক্ষার্থীর মৃত্যু


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৪২

বর্ষা শুরু হতেই রাঙামাটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এবং আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি রাঙামাটির বন্দুকভাঙা এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান। মৃত শিক্ষার্থীর নাম সুদিপ্তা চাকমা, সে বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, সুদিপ্তা চাকমা গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। পরে একজন এনজিও কর্মীকে দিয়ে রক্ত পরীক্ষা করানো হলে তার ম্যালেরিয়া ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান বলেন, "আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় মারা যায় সে।"

রাঙামাটি জেলায় করোনা ও ডেঙ্গু রোগী কম থাকলেও ম্যালেরিয়া চোখ রাঙাচ্ছে। ২০১৬ সালের পর থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও, চলতি বছরের (জানুয়ারি-মে) প্রথম পাঁচ মাসে ৬৬১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে রোগটি আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী চার উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, "বর্ষা আসলেই ম্যালেরিয়া রোগী বেড়ে যায়। তাছাড়া বর্ষা মৌসুমে মশার বংশবিস্তার বেশি ঘটে। এই রোগে মৃত্যু ঠেকাতে জেলাসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসকদের এ বিষয়ে নিবিড় দৃষ্টি ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।"

এমএসএম / এমএসএম

পি.এন.কম্পোজিট লিঃ কারখানায় ১৩৯ জন শ্রমিক সাময়িক বরখাস্ত

নেত্রকোণায় কবি এনামূল হক পলাশের-জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’র গ্রন্থালোচনা

মাদক এবং জুয়ায় ডুবে যাচ্ছে মনপুরা নিস্তব্ধ প্রশাসন, অন্ধকারে জনজীবন

বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে রেফারেল ফ্রেমওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -ডিসি”

শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী

বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান

সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী

তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু

তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা

দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র‌্যালী