ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ, এক শিক্ষার্থীর মৃত্যু


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৪২

বর্ষা শুরু হতেই রাঙামাটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এবং আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি রাঙামাটির বন্দুকভাঙা এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান। মৃত শিক্ষার্থীর নাম সুদিপ্তা চাকমা, সে বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, সুদিপ্তা চাকমা গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। পরে একজন এনজিও কর্মীকে দিয়ে রক্ত পরীক্ষা করানো হলে তার ম্যালেরিয়া ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান বলেন, "আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় মারা যায় সে।"

রাঙামাটি জেলায় করোনা ও ডেঙ্গু রোগী কম থাকলেও ম্যালেরিয়া চোখ রাঙাচ্ছে। ২০১৬ সালের পর থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও, চলতি বছরের (জানুয়ারি-মে) প্রথম পাঁচ মাসে ৬৬১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে রোগটি আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী চার উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, "বর্ষা আসলেই ম্যালেরিয়া রোগী বেড়ে যায়। তাছাড়া বর্ষা মৌসুমে মশার বংশবিস্তার বেশি ঘটে। এই রোগে মৃত্যু ঠেকাতে জেলাসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসকদের এ বিষয়ে নিবিড় দৃষ্টি ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।"

এমএসএম / এমএসএম

কুমিল্লায় অবৈধ ইটভাটার পুরোদমে প্রস্তুতি : পরিবেশ বিধ্বংসে প্রশাসনের নীরব ভূমিকা

মান্দায় কালিপূজার মন্দির থেকে মটরসাইকেল চুরি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি শেখ আবু মাসুমের দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৃত শাবকের পাশে সারারাত পাহাড়ায় ছিল মা হাতি

জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গলাচিপায় ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন

ক্ষুধার্ত জেলেদের বিজিএফ চাল গেল কারপেটে ?

আরেক ঘুষের হাট সরকারি আবাসন পরিদপ্তর

মুরাদনগরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা

রাঙ্গামাটি সদরে বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত