নগর পরিকল্পনায় এলাকাবাসীদের সম্পৃক্তকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের সাথে সাথে আমরা বিভিন্ন ধরণের পরিবর্তন ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, খুলনা শহরও এর ব্যতিক্রম নয়। উন্নয়নশীল এ নগরীটি অবকাঠামো ও নাগরিক সুবিধাদির দিক থেকে পরিবর্তিত হচ্ছে। পদ্মা সেতুর ফলে শহরটির সাথে দেশের অন্যান্য অঞ্চলের যাতায়াত সহজ হয়ে ওঠায় এ পরিবর্তনগুলো আরো দ্রুত পরিলক্ষিত হচ্ছে। রূপান্তরের এ মুহূর্তে ন্যায্যতা, অন্তর্ভুক্তিতা ও সামাজিক সমতা নিশ্চিতের লক্ষ্যে নগরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের চাহিদার প্রতিফলন থাকা অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের পাশাপাশি নগর পরিকল্পনায় শিশুদের মতামতও প্রয়োজন।
আজ ১৪ জুলাই ২০২৫ "সিয়াম" এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর যৌথ উদ্যোগে খুলনা পি. ডাব্লিউ. ডি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে "আমরা যে খুলনা নগরীতে বেড়ে উঠতে চাই" তৈরি’ শীর্ষক দুই দিনব্যাপী (১৩ ও ১৪ জুলাই ২০২৪) আয়োজিত কর্মশালার শেষ দিনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। এ কর্মশালার মাধ্যমে শিশু ও যুববান্ধব নগর তৈরিতে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী কি ধরণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তা শিশু ও স্থানীয় জনগণের মাধ্যমেই চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে এ পরিকল্পনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
এ আয়োজনে ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ মিঠুনের সঞ্চালনা ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, খুলনা অঞ্চল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.ডাব্লিও.ডি ডিপ্লোমা এসোসিয়েশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. হায়দার আলী, খুলনা বিভাগ। আয়োজনে বক্তব্য রাখেন খুলনা হেড টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক ও পি. ডাব্লিউ. ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেন, খুলনা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. রিজাউল করিম, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, সিয়ামের নির্বাহী পরিচালক এডভোকেট মাসুম বিল্লাহ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। কর্মশালায় ফ্যাসিলিটেটরের দায়িত্বে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা এবং ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ। দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালা দুটিতে খুলনা পি. ডাব্লিউ. ডি মাধ্যমিক বিদ্যালয় ও খুলনা কলেজিয়েট স্কুলের ২০ জন শিক্ষার্থী ও খুলনা ১৬ ও ১৭ নং ওয়ার্ডের ২০ জন বাসিন্দা অংশগ্রহণ করেন।
আয়োজনে বক্তারা বলেন, একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন ভাবনা থেকে বেরিয়ে এসে নগরের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে অন্তর্ভুক্তিতা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ ও নাগরিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রকল্পভিত্তিক পরিকল্পনা না করে, টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সকলের অংশগ্রহণে সুন্দর নগর গড়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা। বক্তারা আরো বলেন, শহরের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব সবার। ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলে অন্যান্য সকলেই উৎসাহিত হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় নগর পরিবেশ উন্নত হবে। বর্তমানে খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ জরুরী।
কর্মশালা দুটিতে খুলনা পি. ডাব্লিউ. ডি মাধ্যমিক বিদ্যালয় ও খুলনা কলেজিয়েট স্কুলের ২০ জন শিক্ষার্থী ও খুলনা ১৬ ও ১৭ নং ওয়ার্ডের ২০ জন বাসিন্দারা এলাকা দুটির গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কাজ করে। তারা এলাকা দুটির বিভিন্ন স্থান বিষয়ে তাদের অনুভূতি, নিরাপত্তাবোধ, যাতায়াতের মাধ্যম, সংঘটিত কার্যক্রম, সামাজিকীকরণের সুযোগ ইত্যাদি চিহ্নিত করে। মাঠকর্মের মাধ্যমে তারা এলাকার বিভিন্ন রাস্তা পর্যবেক্ষণ করে ও তার তথ্য তুলে ধরে। অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণে এলাকার অভ্যন্তরে ভাঙ্গাচোড়া রাস্তা, জলাবদ্ধতা, ইভটিজিং, মাদক সেবন, আবর্জনা, পর্যাপ্ত গাছ না থাকা, আলোর স্বল্পতা, খেলাধূলার সুযোগ না থাকাসহ বিভিন্ন সমস্যা উঠে আসে। এ সকল সমস্যার সমাধানের মাধ্যমে কিভাবে একটি বসবাস উপযোগী ও ন্যায্য খুলনা শহর গড়ে তোলা সম্ভব তা অংশগ্রহণকারীরা দলগতভাবে মডেল তৈরির মাধ্যমে উপস্থাপন করে। এছাড়াও অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়নে স্বল্প মেয়াদে পর্যাপ্ত বাতির ব্যবস্থা, গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা; মধ্য মেয়াদে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন, রাস্তা মেরামত, শিশুবান্ধব এলাকা তৈরিতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, দীর্ঘমেয়াদে নতুন খেলাধূলার জায়গা সংস্থান, সামাজিকীকরণ ও মেধাবিকাশের জন্য এলাকার অভ্যন্তরে লাইব্রেরী, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন সুযোগ সৃষ্টির সুপারিশ তুলে ধরে।
এমএসএম / এমএসএম

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ত্বরান্বিত হয়
