চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় পরিচ্ছন্নকর্মীদের ধর্মঘট: পৌরবাসী জিম্মি
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় পরিচ্ছন্নকর্মীদের কাছে জিম্মি হয়ে পড়েছে পৌরবাসী। কথায় কথায় কাজ বন্ধ করে দেওয়া এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তুলনামূলকভাবে বেশি বেতন দেওয়া হলেও, বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেছে পরিচ্ছন্নকর্মীরা।
দর্শনা একটি ছোট পৌর শহর। আয়াতনের দিক দিয়ে ছোট হলেও শহরকে পরিষ্কার রাখতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়। পরিচ্ছন্নকর্মী সংখ্যায় বেশি থাকলেও, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে পিছিয়ে পৌরবাসী। যত্রতত্র ময়লা-আবর্জনায় পৌর এলাকার বিভিন্ন স্থানে নোংরা দেখা যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে সাবেক প্রয়াত মেয়র মতিয়ার রহমান পরিচ্ছন্নকর্মীদের দাবীর কারণে বেতন বাড়িয়ে দ্বিগুণ করেছিলেন। পরিচ্ছন্নকর্মীদের বেতন ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেছিলেন। তবে শর্ত দিয়েছিলেন, সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহর পরিষ্কার ঝকঝকে করে রাখতে হবে। বাস্তবে ঠিক উল্টো দেখা যায়। বেতন বৃদ্ধি পেলেও পরিচ্ছন্নতার দিকে আগের অবস্থাতেই রয়ে গেছে পৌর এলাকা।
দর্শনা পৌরসভায় ২১ জন পরিচ্ছন্নকর্মী রয়েছেন। শর্ত মাফিক দায়িত্ব পালন করা হলে ছোট শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা। যেখানে সেখানে যত্রতত্র আবর্জনা ও ড্রেনগুলোও ময়লায় ভরে থাকার কথা নয়। খোঁজ নিয়ে জানা গেছে, জীবননগর পৌরসভায় পরিচ্ছন্নকর্মীদের দৈনিক ২৫০ থেকে ২৮০ টাকা হাজিরা দেওয়া হয়। চুয়াডাঙ্গা ১ম শ্রেণীর পৌরসভায় দৈনিক হাজিরা ২৮০ থেকে ৩০০ টাকা। আলমডাঙ্গা পৌরসভায় মাসিক বেতন ২ হাজার ৫০০ টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। সেই ক্ষেত্রে দর্শনা পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের বেতন তুলনামূলকভাবে বেশি ও সংখ্যাতেও অতিরিক্ত। ২১ জন পরিচ্ছন্নকর্মী প্রায় সমবয়সী হওয়ায় তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করে থাকে।
পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার আব্দুর রাজ্জাক জানান, তারা সকাল ৬টার দিকে এসে চা দোকানে বসে চা-পান খেয়ে সাড়ে ৬টার দিকে কাজে বের হলেও ৮টার মধ্যেই ফিরে আসে পৌরসভায়। কাজের কথা বললেই বিভিন্ন অজুহাত দেখায়। যেমন: আজ বেশি গরম পড়ছে, কাজ বেশি হয়ে গেছে, অতিরিক্ত গন্ধে কাজ বেশি সময় করা যায় না, বাড়িতে বাজার নেই, অন্য একটা কাজ আছে, কাল ঠিক করে দেব, কাজ পছন্দ না হলে আমাদের বাদ দিয়ে দেন সহ নানা বাহানা হাজির করে থাকে। এ বিষয় পৌর প্রশাসককেও অবহিত করা হয়েছে। তিনি নিয়মিত তদারকি করছেন এবং কর্মীদের সতর্ক করেছেন। বারবার বলা সত্ত্বেও তারা সিন্ডিকেট করে কাজ বন্ধ রেখেছে। তবে কিছু পরিচ্ছন্নকর্মী নিজেদেরকে হরিজন সম্প্রদায়ের ঐক্য দেখিয়ে প্রভাব খাটিয়ে থাকে। গত শনিবার থেকে তারা ফের বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেছে। বন্ধ রেখেছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
এ বিষয়ে পরিচ্ছন্নকর্মী রতন জানান, "বর্তমানে জিনিসপত্রের দাম বাড়ায় আমরা ২-৩ মাস ধরে বেতন বাড়াতে বললেও সচিব স্যার আমাদের সাথে বসবো বললেও বসেন না। যে কারণে কাজ বন্ধ করেছি। প্রয়োজনে রাস্তায় নামবো। আমাদের বেতনও বকেয়া রাখা হয়। ঠিকমতো বেতন ও বেতন বৃদ্ধি না করলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চলবো কিভাবে?"
দর্শনা পৌর সচিব সাজেদুল আলম জানান, পৌরসভার নিয়মিত কর্মচারীদের দীর্ঘদিন বেতন বকেয়া থাকলেও পৌর প্রশাসক স্যার পরিচ্ছন্নকর্মীদের বেতন কখনই বকেয়া রাখেননি। তিনি তাদেরকে বলেছেন চুয়াডাঙ্গা জেলার অন্য পৌরসভার বেতনের তালিকা নিয়ে আসতে। তারা এখনো কোন পৌরসভার তালিকা দেখাতে পারেনি। অন্য পৌরসভা তাদের তুলনায় বেতন বেশি দিলে তারাও বাড়াবেন।
পৌর প্রশাসক কেএইচ তাসফিকুর রহমান বলেন, "বেতন বৃদ্ধির জন্য পরিচ্ছন্ন কর্মীরা কাজ বন্ধ রেখেছে। আমি তাদের বলেছিলাম জেলার অন্য পৌরসভার সাথে মিল রেখে বেতন বৃদ্ধি করা হবে। এখন পর্যন্ত কোন পৌরসভার বেশি বেতনের তালিকা দেখাতে পারেনি। তবে আলোচনা চলছে, দ্রুত সমাধান হবে আশা করছি।"
এমএসএম / এমএসএম
কুমিল্লায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬ এর উদ্বোধন
বোদায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
রাজস্থলীতে ২১লক্ষ টাকা বিদেশি সিগারেট অবধৈ পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪
কালিয়ায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের মেগা জয়েন্ট প্রজেক্টে উন্নয়ন উপকরণ বিতরণ
রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ
লোহাগড়ায় কিশোরের লাশের পাশে ‘চার কাঁধি সুপারি’: রহস্যে ঘেরা মৃত্যু তদন্তে পুলিশ
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
জয়পুরহাট জাতীয় ছাত্রশক্তির ৪৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন
ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ, ব্যাগ খুলে মিলল একনলা বন্দুক-পাইপগান
গাসিকে নাগরিক সেবার মান উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়
যে কোনো মূল্যে সমাজকে মাদকমুক্ত করব: ঠাকুরগাঁও পুলিশ সুপার