ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

প্রথম জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক -২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১:৩৮

বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত "প্রথম জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক -২০২৫" এর সমাপনী অনুষ্ঠান আজ (বুধবার, ১৬ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম, যিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী কোচ ও আম্পায়ারদের হাতে সনদপত্র তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন সভাপতি জনাব আফজালুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সহ-সভাপতি জনাব অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ ও অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ১২ই জুলাই শুরু হওয়া এই ক্লিনিকে দেশের চারটি বিভাগ, ১২টি জেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। কানাডা থেকে আগত অভিজ্ঞ প্রশিক্ষক এবং জাতীয় বেসবল দলের ডেভেলপমেন্ট কমিটির প্রধান জনাব রফিক মিয়া চৌধুরী পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন। অংশগ্রহণকারী প্রশিক্ষকদের জন্য মিরপুর ক্রীড়া পল্লীতে আবাসনের সুব্যবস্থা করা হয় এবং প্রশিক্ষণ মিরপুর কলেজ মাঠ ও পল্টন মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম বলেন, "বেসবলের মতো একটি সম্ভাবনাময় খেলার প্রসারে এ ধরণের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দেশে নতুন খেলার প্রচলন এবং উন্নয়নে সর্বদা আন্তরিক। বেসবলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।"

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, "দক্ষ প্রশিক্ষক ও আম্পায়ার ছাড়া খেলার মান উন্নয়ন সম্ভব নয়। জাতীয় ক্রীড়া পরিষদ বেসবলের উন্নয়নে অ্যাসোসিয়েশনের পাশে থেকে কাজ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।"

অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আফজালুর রহমান তার বক্তব্যে অংশগ্রহণকারী এবং প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বেসবল আরও ছড়িয়ে পড়বে এবং আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে এক ধাপ এগিয়ে যাব।"

সিনিয়র সহ-সভাপতি ডা: অনুপম হোসেন বিবিএস-এর আগামী ১০ বছরের ভবিষ্যৎ ডেভেলপমেন্ট কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিনামূল্যে ধান কাটার রিপার মেশিন বিতরণ

বড়লেখার শৌখিন ফলচাষী রেজাউলের বাগানে ঝুলছে দেশি-বিদেশি নানা জাতের ফল

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ থানায় অভিযোগ

উল্লাপাড়ায় উপজেলা প্রসাশকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান

শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার

থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

‎কুতুবদিয়ায় ইয়াবাসহ যুবক আটক

ক্ষেতলালে সেনা সদস্যের বাড়িতে চুরি

মহেশপুরে ইউএনও খাদিজা আক্তারের কর্মকাণ্ডে জনগণের সন্তুষ্টি

মহাদেবপুরে ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির সাইদুর সভাপতি, রিপন সম্পাদক