ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

প্রথম জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক -২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১:৩৮

বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত "প্রথম জাতীয় বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক -২০২৫" এর সমাপনী অনুষ্ঠান আজ (বুধবার, ১৬ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম, যিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী কোচ ও আম্পায়ারদের হাতে সনদপত্র তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন সভাপতি জনাব আফজালুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সহ-সভাপতি জনাব অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ ও অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ১২ই জুলাই শুরু হওয়া এই ক্লিনিকে দেশের চারটি বিভাগ, ১২টি জেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। কানাডা থেকে আগত অভিজ্ঞ প্রশিক্ষক এবং জাতীয় বেসবল দলের ডেভেলপমেন্ট কমিটির প্রধান জনাব রফিক মিয়া চৌধুরী পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন। অংশগ্রহণকারী প্রশিক্ষকদের জন্য মিরপুর ক্রীড়া পল্লীতে আবাসনের সুব্যবস্থা করা হয় এবং প্রশিক্ষণ মিরপুর কলেজ মাঠ ও পল্টন মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম বলেন, "বেসবলের মতো একটি সম্ভাবনাময় খেলার প্রসারে এ ধরণের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দেশে নতুন খেলার প্রচলন এবং উন্নয়নে সর্বদা আন্তরিক। বেসবলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।"

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, "দক্ষ প্রশিক্ষক ও আম্পায়ার ছাড়া খেলার মান উন্নয়ন সম্ভব নয়। জাতীয় ক্রীড়া পরিষদ বেসবলের উন্নয়নে অ্যাসোসিয়েশনের পাশে থেকে কাজ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।"

অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আফজালুর রহমান তার বক্তব্যে অংশগ্রহণকারী এবং প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বেসবল আরও ছড়িয়ে পড়বে এবং আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে এক ধাপ এগিয়ে যাব।"

সিনিয়র সহ-সভাপতি ডা: অনুপম হোসেন বিবিএস-এর আগামী ১০ বছরের ভবিষ্যৎ ডেভেলপমেন্ট কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী

ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার