ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

কেরুজ ৫টি বন্ডেড ওয়ার হাউজে অদক্ষ ইনচার্জ পদায়ন


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি photo দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:৫৪

কেরুজ চিনিকল প্রতিষ্ঠার ৮৭ বছরের রেকর্ড ভেঙেছে চলতি বছরে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের বদলি প্রথা থাকলেও কেরুজ চিনিকলে ইতিপূর্বে তা ছিল না। নজিরবিহীন এ ধরনের কর্মকাণ্ডে ব্যাপক বিতর্কিত হয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদ্য সাবেক চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। অনেকটা ক্ষমতার অপব্যবহারকারী অভিযুক্ত ওই চেয়ারম্যান নানা অনিয়মের হোতা ছিলেন। অবশেষে তাকে বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হয়েছে। শ্রমিক-কর্মচারীদের অনেকেই অভিযোগ করে বলেছেন, তিনি নিজেই ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর, অথচ মিলের বেশ কয়েকজন শ্রমিক-কর্মচারীকে দোসর আখ্যা দিয়ে অন্যত্র মিলে বদলি করেছেন। বদলিগুলোর মধ্য দিয়ে তিনি এই প্রথা সচল করেছেন।

সরকারের লাভজনক প্রতিষ্ঠান কেরুজ চিনিকলের ডিস্টিলারি বিভাগের মুনাফা অর্জন অনেকটাই হুমকির মুখে ঠেলে দিয়ে গেছেন লিপিকা ভদ্র। অভিযোগ উঠেছে, প্রচুর পরিমাণ অর্থ বাণিজ্যের মাধ্যমে তিনি কেরুজের ৫টি বন্ডেড ওয়ার হাউজে অযোগ্য, অদক্ষ ইনচার্জ পদায়ন করেছেন। যে কারণে হাউজগুলো অনেকটাই হুমকির মুখে ধাবিত হয়েছে। পদায়নকৃত ইনচার্জরা অভিজ্ঞতাহীন হওয়ায় সাবেক ও বহিরাগতদের দিয়েই পরিচালিত হয়ে আসছে হাউজগুলো।

জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি কেরুজ পার্বতীপুর ওয়ার হাউজের তৎকালীন ইনচার্জ সৌমিক হাসান রূপমকে বদলি করা হয় বন্ধ পঞ্চগড় চিনিকলে। পার্বতীপুর হাউজের ইনচার্জ হিসেবে পদায়ন করা হয় রাশিদুল হককে। রাশিদুল হক যশোর হাউজের সহকারী ইনচার্জ ছিলেন। অথচ পার্বতীপুর হাউজে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী সহকারী ইনচার্জ জাহিদ হাসান অভিজ্ঞ থাকলেও সেখানে মোটা অংকের টাকার বিনিময়ে তড়িঘড়ি করে রাশিদুল হককে পদায়নের অভিযোগ উঠেছে। দোসর মুক্ত হাউজ করণের শতভাগ দোসর পরিবারের সন্তান রাশিদুল হক তবে কীভাবে ইনচার্জ হলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

২৪ ফেব্রুয়ারি কেরুজ সেলস অফিসার, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) জহির উদ্দিনকে বদলি করা হয় রাজশাহী চিনিকলে। অথচ দীর্ঘদিন জহির উদ্দিন স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। কিছুদিন সেখানে জুনিয়র অফিসার (ভূমি) আফজালুর রহমানকে দায়িত্ব দেওয়া হলেও তিনি ব্যর্থ হন। ফলে ঝিল বাংলা চিনিকল থেকে বদলি হয়ে আসা মাসুদুর রহমানকে সেলস অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৬ এপ্রিল ডিস্টিলারি বিভাগের ফরেণ লিকার ইনচার্জ অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুনকে ৩ ধাপ পদাবনতি করে সিডিএ পদে বদলি করা হয় ঠাকুরগাঁও চিনিকলে। অথচ একই পদে বহাল তবিয়তে চিটাগাং ফরেন লিকার বিক্রয় কেন্দ্রের ইনচার্জের দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম আরিফ। তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠলেও অদৃশ্য খুঁটির জোরে তিনি বহাল রয়েছেন। এ নিয়ে তিনি আইনিভাবে লড়ছেন।

২৮ এপ্রিল পাবনা বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ আলমগীর রহমানের নাম পত্রে ভুল করে আলমগীর হোসেন লিখে বদলি করা হয় নর্থবেঙ্গল চিনিকলে। তিনিও আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। একই চিঠিতে বরিশাল বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ দেলোয়ার হোসেনকে বদলি করা হয় নাটোর চিনিকলে। চাকরির শেষ সময়ে এ ধরনের বদলির ক্ষোভে অবশেষে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। ওই চিঠিতে কেরুজ ডিস্টিলারি ওএস গোডাউনের ইনচার্জ একেএম সাজেদুর রহমান তুফানকে বদলি করা হয় ঠাকুরগাঁও চিনিকলে। সবশেষ ৩০ এপ্রিল শ্রীমঙ্গল বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ এজাজ আহমেদকে বদলি করা হয় ঝিল বাংলা চিনিকলে।

১৫ এপ্রিল ঢাকা বন্ডেড ওয়ার হাউজের সাময়িক দায়িত্ব পালনকারী ইনচার্জ আব্দুর রশিদ অবসর গ্রহণ করলে সেখানে হিজলগাড়ী ফার্মের বিতর্কিত করণিক, ফার্মের গাছ চুরির তকমা থাকলেও হারুন অর রশিদকে পদায়ন করা হয়। সবকটি বদলি ও পদায়ন পত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল শাহরীনা তানাজ।

জানা গেছে, কেরুজ বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ হতে হলে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ৬ মাসের প্রশিক্ষণের প্রয়োজন। যে কারণে বেশ কয়েকটি হাউজে সহকারী ইনচার্জের পদও রয়েছে। মিলের বিভিন্ন বিভাগ থেকে যদি ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়, তবে সহকারী ইনচার্জ পদের কী প্রয়োজন এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন সহকারী ইনচার্জ। একটি ওয়ার হাউজ পরিচালনায় প্রয়োজন কাগজপত্র সম্পর্কে অভিজ্ঞতা থাকা, সিএস সঠিকভাবে মিশ্রণ করণ সহ নানা কাজের দক্ষতা।

অভিযোগ উঠেছে, হারুন অর রশিদ ঢাকা হাউজ পরিচালনায় অদক্ষ হওয়ায় তিনি অলিখিতভাবে চুক্তি করে হাউজ পরিচালনা করে আসছেন এক সময়ের ইনচার্জ সৌমিক হাসান রূপমকে দিয়ে। বরিশাল হাউজে মহিউদ্দিন, পার্বতীপুরে রাশিদুল হক, শ্রীমঙ্গলে জাহাঙ্গীর আলম ও পাবনা হাউজে ইনচার্জ পদে ইমতিয়াজুর রহমানকে পদায়ন করা হলেও প্রত্যেকেই নতুন। ফলে অভিজ্ঞতাবিহীন। যে কারণে বরিশালে সাবেক ইনচার্জ দেলোয়ার হোসেন, পার্বতীপুর ও পাবনায় সাবেক ইনচার্জ আলমগীর রহমান এবং শ্রীমঙ্গলে প্রয়াত ওয়ার্কার সিরাজুল ইসলামের ছেলে বহিরাগত শাহনেওয়াজ শাহীনকে অলিখিত চুক্তি মাফিক দায়িত্ব পালন করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পক্ষান্তরে সৌমিক হাসান রূপম ও আলমগীর রহমান তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা দাবি করেছেন। প্রতিটি হাউজে যাদের পদায়ন করা হয়েছে, প্রত্যেকেই বাইরের চিনিকল থেকে বদলি হয়ে কেরুজে এসেছেন। কেরুজে অভিজ্ঞতাসম্পন্ন বহু শ্রমিক থাকতে বাইরের মিলের শ্রমিকদের হাউজগুলোতে পদায়ন নিয়েও ব্যাপক সমালোচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।

সম্প্রতি কেরুজ বাংলা মদ বোতলজাতকরণ হওয়ায় পদায়নকৃত ইনচার্জদের দায়িত্ব পালনে বেশ সুবিধা হচ্ছে। সেক্ষেত্রেও কি ভাড়াটিয়াদের প্রয়োজন হবে এমন প্রশ্ন অনেকেরই। এ বিষয়ে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, "এ রকম অভিযোগ শুনেছি। তবে ইনচার্জ পদে দায়িত্ব পালন তেমন কঠিন নয়। তবুও কী করণীয়? সদর দপ্তর যেমনটি ভালো মনে করেছে, তেমনটিই করেছে, সেখানে আমার হাত নেই। সকল বদলি ও পদায়ন সদর দপ্তর থেকে হলেও অনেকেই না জেনে দুষছেন আমাকে। তৎকালীন চেয়ারম্যান স্যারের সিদ্ধান্তের বাইরেও আমি কিছু বলতে পারিনি।"

এমএসএম / এমএসএম

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত