বাকেরগঞ্জে হত্যা মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে ঘরে ঢুকে আব্দুস ছাত্তার হাওলাদার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার সন্দেহভাজন আসামি আজিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে বারোটার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা বাজার এলাকা থেকে বাকেরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আজিম হাওলাদার (৫০) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। নিহত আব্দুস ছাত্তার হাওলাদার (৭০) একই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে এবং অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ জুলাই) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের গোলদার বাড়ি নামক এলাকায় দুপুর সাড়ে বারোটার সময় একটি দোতলা ভবনের নিচতলায় আব্দুস ছাত্তার হাওলাদারকে একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাকেরগঞ্জ থানা-পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার একদিন পর (১৬ জুলাই) রাতে নিহত ছাত্তারের পুত্র মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন, যার মামলা নং- ১৬।
ঘটনার পর বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এই নৃশংস হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করে এবং নজরদারির মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, "আব্দুস ছাত্তার হাওলাদার হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আজিম হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে আজিমসহ আরও কেউ জড়িত রয়েছেন কিনা তা জানার জন্য বিজ্ঞ আদালতের বিচারকের কাছে রিমান্ডের আবেদন করা হবে।"
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, "বৃদ্ধ ছাত্তার হত্যা মামলার ঘটনায় আজিম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ (১৮ জুলাই) শুক্রবার দুপুর আড়াইটায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
