ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দাউদকান্দিতে কৃষকদলের উদ্যোগে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ২:২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট মাসের শহিদদের স্মরণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেল ৪টায় দাউদকান্দি উপজেলার শহিদ নগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং পরিবেশবিষয়ক নীতিনির্ধারণী প্রশ্নে সোচ্চার ড. খন্দকার মারুফ হোসেন। তিনি নিজ হাতে ৪টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং বলেন,
“পরিবেশ রক্ষা এবং প্রকৃতি সংরক্ষণ আজকের সময়ের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাছ লাগানো কেবল স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই উপহার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম; দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া; পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার; উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ; কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, এনামুল হক সফর তালুকদার ও মো. কামাল হোসেন; উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের; উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কামরুল ফকির; কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পাশাপাশি, এই ধরনের কর্মসূচির মাধ্যমে শহিদদের আত্মত্যাগ স্মরণ করাও জাতীয় দায়িত্বের অংশ।
কৃষকদল নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও পরিবেশগত প্রেক্ষাপটে গাছ লাগানোর মতো মহৎ উদ্যোগকে আন্দোলনের অংশ হিসেবেই দেখা উচিত, কারণ একটি সচেতন ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন কেবল বক্তৃতা দিয়ে নয়, বাস্তব কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করে।
অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত কর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক